Home আপডেট IT Raid on Swaroop Biswas: বাংলার হেভিয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

IT Raid on Swaroop Biswas: বাংলার হেভিয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

IT Raid on Swaroop Biswas: বাংলার হেভিয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি

[ad_1]

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। আজ সকাল সকাল স্বরূপের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। এরপর শুরু হয় তল্লাশি। এদিকে স্বরূপের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। সন্দেশখালিকাণ্ডের পর থেকে একটি বেশি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। এদিকে শুধুমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এছাড়া আরও দু’জায়গায় আয়কর আধিকারিকরা হানা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে গিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। (আরও পড়ুন: ‘তারিখ পে তারিখ’, DA মামলার পরের শুনানি কবে? এল আপডেট, মাথায় হাত সরকারি কর্মীদের)

আরও পড়ুন: CAA-তে পুরুষাঙ্গ পরীক্ষার নিদান দেওয়ায় তথাগতর বিরুদ্ধে থানায় মমতাবালা ঠাকুর

জানা গিয়েছে, আজ খুব ভোরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। এই আবহে স্বরূপের বাড়িতে আয়কর সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন আয়কর আধিকারিকরা। স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। এদিকে স্বরূপের বাড়িতে আয়কর হানা খবর প্রকাশ হতেই সেখানে ভিড় জমাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী-সমর্থকরা। তবে যাতে কোনওভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বরূপের বাড়ি ঘিরে রেখেছে। উল্লেখ্য, এলাকায় তৃণমূলের সংগঠনের সঙ্গে স্বরূপ জড়িত বলে জানা গিয়েছে। মন্ত্রীর ভাইয়ের এলাকায় বেশ প্রভাবও রয়েছে। এছাড়াও অরূপের ভাই স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের মাথায় রয়েছেন। রিপোর্ট অনুযায়ী, স্বরূপের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে জানাচ্ছে আয়কর দফতর। তাই এই হানা।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে আকাশ কালো করে বৃষ্টি সকাল থেকে, কলকাতার পারদ নামল ৫ ডিগ্রি!

এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসকে দমাতে না পেরে এজেন্সি লাগিয়ে দিয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিধায়ক-মন্ত্রীর ভাইয়ের বাড়িতে এভাবে আয়কর হানায় অবশ্য তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, তা বলাই বাহুল্য। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরুপাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির মামলা সামনে এসেছে এই রাজ্যে। এই সবকটি মামলাতেই তৃণমূল কংগ্রেসের তাবড় নেতাদের নাম জড়িয়েছে। ওদিকে তৃণমূল বরাবরই অভিযোগ করে এসেছে, কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে তৃণমূলকে ভাঙতে চাইছে বিজেপি। অবশ্য কোনও দুর্নীতি হয়ে থাকলেও তার দায় ব্যক্তি বিশেষের।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here