Home আপডেট Jalpaiguri Storm Update: ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, রাতেই রওনা মমতার, চারজনের মৃত্যু, কান্নার রোল!

Jalpaiguri Storm Update: ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, রাতেই রওনা মমতার, চারজনের মৃত্যু, কান্নার রোল!

Jalpaiguri Storm Update: ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, রাতেই রওনা মমতার, চারজনের মৃত্যু, কান্নার রোল!

[ad_1]

ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ির একাধিক এলাকা।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দুর্যোগ কবলিত জলপাইগুড়িতে যাচ্ছেন বলে খবর। রবিবার রাতেই তিনি জলপাইগুড়ির দিকে রওনা হচ্ছেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে সোমবার তিনি দেখা করবেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করা হচ্ছে বলে খবর। তিনি শিলিগুড়িতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যাবেন বলে খবর।

এদিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর ব্লক ও ময়নাগুড়ির বার্নিশ এলাকা সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

এদিকে ঘটনার খবর পেয়েই মমতা ত্রাণের নির্দেশ দেন। অন্তত চারজনের মৃত্যুর খবর মিলেছে। একেবারে দিশেহারা সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, আচমকাই মেঘ করে এল। তারপরেই শুরু হল ঝড়ের তাণ্ডব। এদিকে সূত্রের খবর, জলপাইগুড়ির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্য়মন্ত্রী। তিনি রাতেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন বলে খবর।

সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি। রাস্তার উপর গাছ পড়ে গিয়েছে। সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায় কারেন্ট নেই। বহু বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছেন। বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বহু টিনের বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ পড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি মূলত দুবার ঝড়টা হয়েছে। একবার থেমে গিয়েছিল। ফের কিছুক্ষণ পরে দমকা হাওয়া বইতে থাকে। তখনও একাধিক গাছ পড়ে গিয়েছে। বহু জায়গায় গাড়ির উপর গাছ ভেঙে পড়েছে। দমকল ও দুর্যোগ ব্যবস্থাপন দফতরের কর্মীরা উদ্ধারকাজে নেমেছেন।

এদিকে নির্বাচনী বিধির মধ্য়েও দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।

মমতা লিখেছেন, সরকারি তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী ঝড় বিধ্বস্ত এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তিনি এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখেছেন।

মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আচমকাই প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের জেরে জলপাইগুড়ি-ময়নাগুড়ির কিছু এলাকা বিপর্যস্ত হয়ে গিয়েছে। মানুষের জীবনহানি হয়েছে। বহু বাড়িঘর পড়ে গিয়েছে। ইলেকট্রিক পোল, গাছপালা পড়ে গিয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, দুর্যোগ মোকাবিলা দফতর প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে।

যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে জেলা প্রশাসন ক্ষতিপূরণ দেবে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। …

এদিকে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী দ্রুত দুর্গতদের দেখতে হাসপাতালে যান। তাঁদের চিকিৎসার ব্যাপারে তিনি খোঁজ নিচ্ছেন। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও দুর্গত এলাকায় গিয়েছেন বলে খবর।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here