Home খেলাধুলো অনুতপ্ত জবি ক্ষমা চাইলেন সর্বসমক্ষে

অনুতপ্ত জবি ক্ষমা চাইলেন সর্বসমক্ষে

অনুতপ্ত জবি ক্ষমা চাইলেন সর্বসমক্ষে

যুবভারতীতে আইজলের বিরুদ্ধে ম্যাচে করিম ওমোলোজাকে থুথু দিয়ে শাস্তির মুখে পড়েছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার জবি জাস্টিন। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি আপাতত দুই ম্যাচ নির্বাসিত করেছে তাকে । রবিবার ফেডারেশনের শুনানিতে দোষী প্রমাণিত হলে নামতে পারে বড়সড় শাস্তির খাড়া। তখনই নিজের কাজে অনুতপ্ত জবি ক্ষমা চেয়ে নিলেন।

সোশ্যাল সাইটে জবি লিখলেন ” পেশাদার জগতে সমস্ত ফুটবলারেরই বাড়তি দায়িত্ব নিয়ে চলা উচিত। সেটা মাঠের ভিতরে হোক কিংবা মাঠের বাইরে। অনেকেই আমাদেরকে জীবনের আইডল মানে। আমাদেরও উচিৎ সেই সম্মান বজায় রেখে চলা। আইজল ম্যাচে মাথা গরম করে বিপক্ষের ফুটবলারের সঙ্গে যে ব্যবহার করেছি সেটা করা ঠিক হয়নি। আমার এই কাজের জন্য ইস্টবেঙ্গল, আইজল,ফেডারেশন, আমার পরিবার-বন্ধু বান্ধব আর ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী।”