অনেক খুচরো কাজ যেগুলি সেরে ফেলতে পারেন টেলিভিশন দেখার ফাঁকেই

অনেক  খুচরো কাজ যেগুলি সেরে ফেলতে পারেন টেলিভিশন দেখার ফাঁকেই

ওয়েব ডেস্কঃ  আমাদের জীবনে দূরদর্শন বা টেলিভিশন দেখাটাকে সবাই স্মার্ট যুগের অংশ হিসেবেই বিবেচনা করেন এমনকি গুরুত্বপূর্ণ খবর দেখার কাজ বা খেলা দেখার কাজটি অনেকেই মনে করেন অলস মস্তিষ্কের অকাজ যদি নিজের কাছেও তা মনে হয়, তবে এই অকাজের সময়ে গুণে গুণে ৭৯টি দরকারী কাজ করে ফেলতে পারবেন একইসঙ্গে টিভিও দেখতে পারবেনতাই, এক নজরে দেখে নেওয়া যাক সেই হাল্কা কিন্তু প্রয়োজনীয় কাজগুলোঃ-

১. মেইল অ্যাকাউন্ট না থাকলে খুলে ফেলুন।
২. মেইল অ্যাকাউন্টটি গুছিয়ে নিন।
৩. হাতের নখ কেটে নেইল পলিশ করে নিতে পারেন।
৪. ব্যাগ বা ব্যাকপ্যাকটি গুছিয়ে নিন।
৫. ডিনারের জন্য নতুন কোনো রেসিপি বানান।
৬. ইমেইলটি দেখে নিন।
৭. কাজের তালিকা তৈরি করে ফেলুন।
৮. চিঠি ও প্যাকেজ পাঠানোর থাকলে পাঠিয়ে দিন।
৯. কম্পিউটারের ডেস্কটপটি সাজান।
১০. ব্যায়াম বা ওয়ার্কআউট করতে পারেন।
১১. কম্পিউটারের সফটওয়্যারগুলো আপডেট করে নিন।
১২. ফাইলপত্র গুছিয়ে নিন।
১৩. বাড়ি সাজানোর কিছু উপকরণ বানাতে পারেন।
১৪. পকেটের টাকার পরিমাণ দেখে নিন।
১৫. ফেলে দিতে হবে এমন জিনিসপত্রের তালিকা লিখে ফেলুন।
১৬. বাজেট বানিয়ে ফেলুন।
১৭. সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল আপডেট করে নিন।
১৮. অনলাইনে চাকরির খোঁজ করুন।
১৯. মেইলের ইনবক্স কাটছাট করুন।
২০. একটু ইন্টারনেট ব্রাউজ করে নিন।
২১. ফোনের অব্যবহৃত অ্যাপস মুছে ফেলুন।
২২. বাড়ির গাছগুলোতে জল দিন।
২৩. ভ্রু পরিস্কার করুন।
২৪. ওয়ালেটের বাড়তি কাগজপত্র ফেলে দিন।
২৫. জরুরি কাজ একটু এগিয়ে রাখুন।
২৬. অনলাইনে বিল পে করে ফেলুন।
২৭. একটু উঠ-বস করে নিন।
২৮. এলোমেলো কাপড় ভাঁজ করে রাখুন।
২৯. ছুটির দিনের পরিকল্পনা করুন।
৩০. গোটা সপ্তাহের পোশাক পরিচ্ছদ ঠিক করে রাখুন।
৩১. ঘর-বাড়ি পরিস্কার করে নিন।
৩২. পাজল নিয়ে একটু সময় কাটান।
৩৩. কাপড় ইস্ত্রি করে নিন।
৩৪. লম্ফ-ঝম্ফ করুন।
৩৫. একটি চিঠি লিখতে পারেন।
৩৬. ছড়ানো-ছিটানো ছবিগুলো অ্যালবামে সাজান।
৩৭. গোটা শরীরটাকে ঘামানোর চেষ্টা করুন।
৩৮. খাবারের তালিকা করে ফেলুন।
৩৯. ইলেকট্রিক পণ্যগুলো চার্জ দিয়ে নিন।
৪০. ল্যাটিন আমেরিকান নাচ নেচে নিতে পারেন।
৪১. একটি মাথার স্কার্ফ বানাতে পারেন।
৪২. ব্লগে একটু লিখুন।
৪৩. গত দিনটাকে নিয়ে একটু ভাবুন।
৪৪. সৃষ্টিশীল কিছু করুন।
৪৫. স্ন্যাক খেয়ে কার্বোহাইড্রেট নিতে পারেন।
৪৬. জুতোর ফিতেগুলো পরিস্কার করে নিন।
৪৭. বাড়ির জলের লাইন বা বেসিনে সমস্যা থাকলে সারাই করতে পারেন।
৪৮. আড়মোড়া ভাঙুন।
৪৯. আজকের পত্রিকাটি দেখে নিন।
৫০. জুতো পলিশ করে নিন।
৫১. ঘরের ধুলো ঝেরে ফেলুন।
৫২. জল খান বেশি করে।
৫৩. মগজে ঝড় তুলুন।
৫৪. একটি পোস্টকার্ড লিখতে পারেন।
৫৫. দেহের পরিবর্তন দেখে নিন।
৫৬. ওজন তুলে ব্যায়াম করতে পারেন।
৫৭. দেয়ালে ছবি টাঙানোর থাকলে তা করে নিতে পারেন।
৫৮. একটু পুশআপ করে নিন।
৫৯. ম্যাগাজিনে একটু চোখ বুলিয়ে নিন।
৬০. ক্রসওয়ার্ক পাজলে একটু মাথা ঘামিয়ে নিন।
৬১. বাড়ির চারপাশের তারগুলো নিরাপদে গোছান।
৬২. একটি বালিশ সেলাই করে নিতে পারেন।
৬৩. কিছু হাতের কাজের গয়না বানাতে পারেন।
৬৪. বাড়িতে অনুষ্ঠান থাকলে তার পরিকল্পনা গোছান।

৬৫. ব্যবহার্য চাদর বা ছেঁড়া মশারি সেলাই করে নিতে পারেন।
৬৬. মোজার জোড়াগুলো মিলিয়ে গুছিয়ে রাখুন।
৬৭. কলম ও পেন্সিলগুলো গুছিয়ে নিন।
৬৮. বর্তমান দিন ও সমাজ নিয়ে ভাবুন।
৬৯. পুরোনো ক্যালেন্ডার সরিয়ে ফেলুন।
৭০. বই সেলফে গুছিয়ে রাখুন।
৭১. কিছু বাজানো শিখে থাকলে একটু ঝালাই করুন।
৭২. চুলের যত্ন নিন।
৭৩. রিমোটের ব্যাটারি বদলে ফেলুন।
৭৪. ঘরের আসবাব অন্যভাবে সাজাতে পারেন।
৭৫. পুরোনো লাইটগুলো বদলে ফেলতে পারেন, এতে বেশি আলোয় ঘর ভরে যাবে।
৭৬. নষ্ট পুরোনো রেকর্ডিং বেছে আলাদা করে রাখুন।
৭৭. কোনো অনলাইন গেম থেকে কিছু ট্রিভিয়া শিখুন।
৭৮. ডিভিডি আর ব্লু-রে আলাদা করে রাখুন।
৭৯. দোকান থেকে কিনতে হবে এমন জিনিসের তালিকা করুন।

আর শেষে বলি টিভি দেখতে দেখতেই আমাদের খবর ২৪ ঘন্টা-র নতুন অ্যাপে ঘন্টায় ঘন্টায় আসুন ও লাইক কমেন্ট দিন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here