
১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বুট পরা সাহেবদের বিপক্ষে পায়ে বুট ছাড়া এগারো জন বাঙালির দাঁতে দাঁত চেপে লড়াই করে মোহনবাগানকে শুধু ‘আইএফএ’ শিল্ই এনে দেয়নি।কার্যত এরমধ্যে দিয়ে সূচনা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এক নতুন অধ্যায়। ২০১১ সালে, শিল্ড জয়ের শতবর্ষে অভিলাষ ঘোষ, শিবদাস ভাদুড়ি, বিজয়দাস ভাদুড়ি, রেভারেন্ড সুধীর চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীদের নিয়ে তৈরী হয়েছিল বাংলা ছবি “এগারো”। এবার আরও একবার মোহনবাগানের সেই উজ্জ্বল অধ্যায় রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।
অভিনেতা জানালেন “আমি ‘রিয়ালিটি’ নিয়ে কাজ করতে চাই। ১৯১১ সালে খালি পায়ে বাংলার ক্লাব মোহনবাগান ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিল। আমি এটা নিয়ে ছবি করব। আমি চাই এরকম এক লড়াই, সাফল্যের কাহিনী সবার সামনে তুলে ধরতে।মোহনবাগানের দলনায়ক শিবদাস ভাদুড়ির চরিত্রেই আমি অভিনয় করতে চাই।”ছবির পরিচালনায় থাকতে পারেন পরিচালক সুজিত সরকার।