Home আপডেট ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার চুরি নিয়ে সোশ্যাল সাইটে ঝড়

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার চুরি নিয়ে সোশ্যাল সাইটে ঝড়

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার চুরি নিয়ে সোশ্যাল সাইটে  ঝড়

‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবির পোস্টার নাকি টোকা। এমনই দাবি করেছে হাঙ্গেরির এক ফোটোগ্রাফার। তাঁর নাম ফ্লোরা বরিস। ফেসবুকে তিনি তাঁর কাজ ও ছবির পোস্টার শেয়ার করেছেন। ভারতীয় সিনেমার ইতিহাসে পোস্টার টোকার উদাহরণ কম নেই। এর আগে বহু বিদেশি ছবি থেকে ভারতীয় ছবির পোস্টার টোকা হয়েছে। কিন্তু কেউ সরাসরি এভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ অভিযোগ তুলেছে কিনা সন্দেহ।

ছবির পোস্টার শেয়ার করে ফ্লোরা ফেসবুকে লিখেছেন, ‘এটি বলিউডের বিখ্যাত ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র পোস্টার। তারা কোনও অনুমতি নেয়নি, আমাকে জিজ্ঞাসাও করেনি। কোনও ফ্রিল্যান্স আর্টিস্টের কাজ বড় কোম্পানিগুলির চুরি করা লজ্জাজনক।’ সোশ্যাল সাইটে এনিয়ে ঝড় উঠেছে। টুইটারে এক ব্যক্তি একতা কাপুর ও কঙ্গনা রানাউতকে লিখেছেন, ‘তাঁদের সাম্প্রতিক ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ভাল ব্যবসা করছে। কিন্তু কোনও ফোটোগ্রাফারের কাজ তাঁকে না বলে চুরি করা লজ্জাজনক।’ অন্য একজন লিখেছেন, এর জন্যও হয়তো কঙ্গনা হৃতিককে টেনে আনবেন। ঘটনার পর অনেকে ফ্লোরাকে আইনি পদক্ষেপ নিতে বলেছেন। কিন্তু এনিয়ে এখনও কোনও পদক্ষেপ নিয়েছেন বলে খবর নেই।