Home আপডেট Kaustav Bagchi on Rahul Gandhi: চাকরিপ্রার্থী, চিটফান্ডের শিকারদের ন্যায়ের কথাও বলুন, রাহুলকে কটাক্ষ কৌস্তভের

Kaustav Bagchi on Rahul Gandhi: চাকরিপ্রার্থী, চিটফান্ডের শিকারদের ন্যায়ের কথাও বলুন, রাহুলকে কটাক্ষ কৌস্তভের

Kaustav Bagchi on Rahul Gandhi: চাকরিপ্রার্থী, চিটফান্ডের শিকারদের ন্যায়ের কথাও বলুন, রাহুলকে কটাক্ষ কৌস্তভের

[ad_1]

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের মাঠে – ময়দানে যখন ধুলো ওড়াচ্ছে কংগ্রেসের বাস, তখন দলের অন্যতম শীর্ষনেতার সেই কর্মসূচিকে তীব্র শ্লেষে বিদ্ধ করলের প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। মমতার প্রত্যাখ্যানের পরেও তাঁকে নিয়ে কংগ্রেস নেতাদের অবস্থানে তিনি যে না-খুশ তা স্পষ্ট করলেন কৌস্তভ। বললেন, রাজ্যে চিটফান্ডে প্রতারিত, ডিএ ও নিয়োগ থেকে বঞ্চিত জনতার জন্য ন্যায় দাবি করা উচিত কংগ্রেস নেতাদের।

রবিবার জলপাইগুড়ির রাস্তায় যখন ঝড় তুলেছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৌস্তভবাবু লিখলেন, ‘রাহুল গান্ধী, জয়রাম রমেশজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের অপশাসন ও দুর্নীতিতে রাজ্যবাসী বীতশ্রদ্ধ। যোগ্য চাকরিপ্রার্থী, ডিএ আন্দোলকারী, চিটফান্ডে প্রতারিতদের ন্যায়ের দাবিতে আপনাদের মুখ থেকে কিছু শোনার অপেক্ষায় মুখিয়ে আছি।’

এর পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৌস্তভবাবু বলেন, জয়রাম রমেশরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নমনীয় তা বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কংগ্রেসের কবে কোন উপকার হয়েছে? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অবস্থান রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে অপমান। 

রাজ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা ঢোকার ঠিক আগের দিন, গত বুধবার পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা শেষ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তৃণমূলের তরফে পুরোদমে আক্রমণ শুরু করেন দলের নেতারা। তবে কংগ্রেসের তরফে এখনও কড়া কোনও প্রতিক্রিয়া তো দূরে থাক, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বারবার বন্ধুত্বের বার্তা দিয়ে চলেছেন কংগ্রেস নেতারা। রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পিছনে অধীর চৌধুরীকে দায়ী করে তৃণমূল নেতৃত্ব। অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরালে জোটের আলোচনার দরজা খুলতে পারবেন বলেও তৃণমূলের তরফে বার্তা দেওয়া হয়। এর পর থেকে অধীরবাবুকে আর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেখা যায়নি। অধীরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দিল্লির নেতা জয়রাম রমেশ।

কংগ্রেসের একাংশের মতে, অধীরবাবুকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানোর জন্য চাপ তৈরি করতেই লোকসবা নির্বাচনে জোট সম্ভাবনা সপাটে খারিজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি, অধীরবাবুকে সরিয়ে প্রদেশ কংগ্রেসকে তৃণমূলের প্রক্সি বানাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সূত্রের খবর, ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল পশ্চিমবঙ্গ ছাড়লে অধীরপবাবুকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে AICC. সেজন্য অপেক্ষা করতে হতে পারে আর কয়েকটা দিন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here