
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং নেয় ডিকে’র কেকেআর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে মুম্বাই। মুম্বাইয়ের হয়ে রান করেন সূর্যকুমার যাদব (৫৯) ,লুইস (৪৩), হার্দিক পান্ডিয়া (৩৫)। ২টি করে উইকেট পান সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানেই থেমে যায় কেকেআরের ইনিংস। কেকেআরের হয়ে রান পান রবীন উথাপ্পা (৫৪), নীতীশ রানা (৩১) এবং দীনেশ কার্তিক (৩৬*)। ২টি উইকেট নিয়েছেন হার্দিক। ১টি করে উইকেট পেয়েছেন বুমরাহ,ম্যাকলেনাঘান,মার্কান্ডে
Facebook Comments