Home আপডেট Kolkata Metro news: খুলে বেরিয়ে গেল চাঁদনি চক মেট্রোর সিঁড়ির একাংশ, পা মচকে বসে পড়লেন মহিলা যাত্রী

Kolkata Metro news: খুলে বেরিয়ে গেল চাঁদনি চক মেট্রোর সিঁড়ির একাংশ, পা মচকে বসে পড়লেন মহিলা যাত্রী

Kolkata Metro news: খুলে বেরিয়ে গেল চাঁদনি চক মেট্রোর সিঁড়ির একাংশ, পা মচকে বসে পড়লেন মহিলা যাত্রী

[ad_1]

এবার বড় বিপত্তি চাঁদনি চক মেট্রো স্টেশনে। বৃহস্পতিবার দুপুরে মেট্রো স্টেশন থেকে বের হচ্ছিলেন এক যাত্রী। আচমকাই সিঁড়ির ধাপ ভেঙে যায়। আর সেখানেই মা মচকে পড়ে যান ওই যাত্রী। সেখানেই বসে পড়েন তিনি। এদিকে এই ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্য়েও শোরগোল পড়ে যায়। যাত্রীদের একাংশের দাবি, সিঁড়ির ওই অংশটি দীর্ঘদিন ধরেই নড়বড়ে অবস্থায় ছিল। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের এনিয়ে কোনও হুঁশ নেই।

এদিন পায়েল দত্ত সাধু নামে ওই যাত্রী চাঁদনি চক স্টেশন থেকে বের হচ্ছিলেন। সেই সময় তিনি সিঁড়ির ধাপে পা দিতেই সেখান থেকে টাইলসগুলি খুলে পড়ে যায়। স্বাভাবিকভাবেই তাঁর পা মচকে যায়। সেখানেই তিনি যন্ত্রণায় ককিয়ে ওঠেন। পায়ে হাত দিয়ে সেখানেই তিনি বসে পড়েন। এদিকে আগে থেকেই তাঁর পায়ে যন্ত্রণা ছিল। এদিন এই ঘটনার পরে সেই মাত্রা যেন বেড়ে যায় কয়েকগুণ। তবে অন্যান্য যাত্রীরা দ্রুত তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ক্ষুব্ধ যাত্রীদের দাবি এই ঘটনা মেনে নেওয়া যায় না। বয়স্ক কেউ পড়ে গেলে তাঁর পায়ে বড় চোট লাগতে পারত। মেট্রো কর্তৃপক্ষের এনিয়ে নজর দেওয়া দরকার। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে নজর না দিলে সমস্যা বাড়তে পারে যাত্রীদের।

তবে মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে সংবাদমাধ্যমের কাছে। কিন্তু যাত্রীদের প্রশ্ন একটা ঘটনা হয়ে যাওয়ার পরে তারপর হুঁশ ফিরছে মেট্রোর। অফিস টাইমে নির্দিষ্ট কয়েকটি স্টেশনে মারাত্মক ভিড় থাকে। সেক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষের আরও যত্নবান হওয়া দরকার। কারণ বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এদিন। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তবে আরও যাত্রী ওখানে পড়ে যেতে পারতেন। সেক্ষেত্রে বড় বিপর্যয় নেমে আসতে পারত। তাছাড়া অনেকেই গুরুত্বপূর্ণ দরকারে মেট্রোতে চেপে গন্তব্যে যান। মাঝপথে সিঁড়িতে পড়ে পা মচকে গেলে সমস্যা বাড়তে পারে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here