
শোলার কাজ বাংলায় বহুযুগ ধরে চলে আসছে । পুরানে কথিত আছে শিব পার্বতীর বিয়েতে শোলার মুকুট থেকে মালা ও গয়নায় ব্যবহার করা হয়েছিল। ফলে শিব সন্তুষ্ট হয়ে সেই শোলার গয়না, মালা প্রস্তুতকারককে আশির্বাদ করে নামকরণ করেছিলেন “মালাকার”। থারমোকল হল আর্টিফিসিয়াল এবং শোলা হল প্রাকৃতিক একথা জানান পুজোর সম্পাদক অঞ্জন উকিল। তিনি জানান “বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বরাবরই সাবেকি পুজো করে । পুজোর ৬৮তম বর্ষে সিদ্ধান্ত নিয়েছে সাবেকিয়ানাকে বজায় রেখে বাংলার ঐতিহ্য ও শিল্পকে বাঁচিয়ে রাখতে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থেকে ১৫ কিমি ভিতরে ইনাদিপুর গ্রামে গিয়ে খোঁজ পাই প্রায় ২০০ বছর ধরে গ্রামবাসীরা শোলা শিল্পের উপর বেঁচে আছে। তাই শোলার কাজের ইন্সটলেশয়ান দিয়ে রাজ্যের মানুষকে মুগ্ধ করতে পুজো কমিটি প্রতিজ্ঞাবদ্ধ।”
ছবি সৌজন্য: অনুষ্টুপ ভট্টাচার্য…..
সভাপতি অমিতাভ সিনহা জানান ” প্রায় এক বছর আগে থেকে এই শোলার কাজ শুরু করা হয়েছে এই গ্রামে যেখানে ৪০ জন শিল্পীর সাথে ২০০ জন শ্রমিক ২৪০দিন এই কাজের সাথে যুক্ত ছিলেন। ” পূজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী । উপস্থিত ছিলেন ডাঃ সপ্তর্ষি বসু, অরিঞ্জন মজুমদার, বিমান সাহা ও অন্যতম স্পনসর জেএসডব্লু সিমেন্টের পূর্বাঞ্চল কর্তা দিব্যেন্দু নন্দী ও অরূপ সরকার এবং মন্ডপসজ্জ্বার শিল্পী শুভঙ্কর দত্ত। একটি ভিডিও লঞ্চ করা হয় দক্ষিণ কলকাতার একটি ক্লাবে। এই ভিডিও পুজো মন্ডপে সারাক্ষন চালানো হবে। সমগ্র অনুষ্ঠানের প্রচারের দায়িত্বভার সামলেছে পারফেক্ট রিলেশনস।