Home ঘুরে আসি ঘুরতে যাওয়ার বাজেট আর সময় কম ? ঘুরে আসুন কার্শিয়ং…

ঘুরতে যাওয়ার বাজেট আর সময় কম ? ঘুরে আসুন কার্শিয়ং…

ঘুরতে যাওয়ার বাজেট আর সময় কম ? ঘুরে আসুন কার্শিয়ং…

সময় হাতে দু রাত্তির,পয়সা নেই? চলে যান কার্শিয়ং।। পাহাড়ের দুয়ো রানী কার্শিয়ং দু হাত দিয়ে আপনাকে আপন করে নেবে।। “Land of white orchid” বরাবর ই ব্রাত্য থেকে গেছে আমাদের কাছে কিন্তু প্রকৃতি প্রেমিক দের কাছে কার্শিয়ং এর স্তুতি শুনে দেখবেন।।Image may contain: people standing, mountain, sky, outdoor and nature

গিদ্দা পাহাড়, ইগলস ক্রেইগ,চিমনি, দেওরালী, বাগোরা, মাকাইবাড়ি টি এস্টেট সহ বহু জায়গা আপনাকে মুগ্ধ করে দেবে।। দুদিনেই চার পাশ টা দেখে নেওয়া যেতে পারে, কোন প্ল্যান করে যাবেন না, গিয়ে নিমেশ এর সাথে কথা বলে নিজের মত প্ল্যান করুন,

Image may contain: bedroom and indoor

তিন টে রাত হলে ভাল হয় তবে দুটো রাতেও হতে পারে কার্শিয়ং ভ্রমন।।WBTDC এর লজ এর মোমো টা কিন্তু খেতেই হবে।।

Image may contain: tree, sky, outdoor and nature

NJP থেকে শেয়ার দার্জিলিং এর গাড়ী ধরুন, আকাশবাণী ভবন এর ১০০ মিটার সামনে নেমে পড়বেন।। গাড়ি ভাড়াও করতে হবে না।।

Image may contain: mountain, sky, nature and outdoor

Amairahs home এর পিছনের রাস্তা ধরে হেঁটে চলে যান দিকশুন্যপুরে।। চারিদিকে শুধু চা বাগান,কপাল ভাল থাকলে ঘরে থেকে কাঞ্চনজঙ্ঘা র দেখাও মিলতে পারে তবে সপারিষদ নয় কিন্তু।।

Image may contain: 1 person, table, living room and indoor

থাকবেন Amaira’s home এ, Tariff 1200 per day… Breakfast, lunch এবং Dinner এর খরচ আলাদা।।

Image may contain: sky, mountain, cloud, outdoor and nature

যোগাযোগ করুন Nimesh Raii 81457 28127

Image may contain: tree, sky, plant, outdoor and nature

ও হ্যাঁ, ছোট্ট মেয়ে Amairah র সাথে আড্ডা দিতে ভুলবেন না।। এটি কিন্তু প্রকৃত হোমস্টে, ফলে মদ্যপান এর পর কোন রকম চিৎকার চেঁচামেচি করবেন না।।।

Image may contain: sky, tree, cloud, outdoor and nature

ছবি সৌজন্য ঃ সঞ্জয় সিকিমিজ্‌ গোস্বামী