
কলকাতা~ নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণ রিজেন্ট পার্কের ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগ আনলেন ও পূর্ব যাদবপুর থানায় তা দায়েরও হয়। বছর ঘুরেছে কিন্তু পুলিশের তদন্ত এগোয়নি তাই লালবাজারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন মহিলা। পুলিশি তদন্তে ক্রমশই আস্থা হারাচ্ছেন তিনি। তদন্তের মাঝেই আগাম জামিন পেয়ে যান রিজেন্ট পার্কের ট্রাফিক সার্জেন্ট কৌশিক মজুমদার। তারপর নানান ভাবে তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ, তাই বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মহিলা।
Facebook Comments