
মণীষা বারদের এই দিনটার কথা সারাজীবন মনে থাকবে৷ ভোরবেলা প্রাতঃক্রিয়া সারতে গিয়েছিলেন মনীষা৷ ফিরে এসে দেখেন তাঁর দুই শিশুর পাশে শুয়ে এক চিতাবাঘ শাবক! প্রথমে মনে করেছিলেন তাঁর পোষ্য বিড়াল। কিন্তু সামনে যেতেই চক্ষু চড়কগাছ। এরপর বুঝতে পারেন তাঁর অবর্তমানে খোলা দরজা দিয়েই সবার অলক্ষ্যে চিতাবাঘ শাবক ঘরে ঢুকে পড়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইগাটপুরী অঞ্চলের আদিবাসী গ্রাম ধামানগাঁওতে।
এরপর মনীষা খুব সাবধানে চিতাবাঘ শাবকের পাশ থেকে নিজের দুই সন্তানকে সরিয়ে নেওয়ার পরেই দৌড়ে গিয়ে ঘুম ভাঙান অন্যান্য গ্রামবাসীদের। খবর দেওয়া হয় বনদপ্তরে। এরপর ঘটনাস্থলে হাজির হয় বনকর্মীরা। ইগাটপুরীর রেঞ্জ ফরেস্ট আধিকারিক রমেশ ধোমসে জানিয়েছেন, তাঁদের চিতাবাঘ শাবকটির কথা জানানো হয় বুধবার সকাল পাঁচটা নাগাদ। সকাল ছ’টার মধ্যে সেটিকে উদ্ধার করে নিয়ে আসে বনকর্মীরা। চিতাবাঘ শাবকটি ধরার জন্য বনকর্মীরা সবজি ভর্তি ট্রে–র সাহায্য নেন। ফরেস্ট সার্কেল আধিকারিক গোরক্ষনাথ যাদব পরে চিতাবাঘ শাবকটিকে বনদপ্তরের স্থানীয় অফিসে নিয়ে যান।