রাত জাগা কলকাতার ঠিকানা এইসব ‘বার-রেস্তোরাঁ-নাইটক্লাব’ ……

শেয়ার করুন সকলের সাথে...
  • 113
    Shares

কলকাতার ‘ক’ চেনেন না? শহরে নতুন? নাকি এ শহরের বাসিন্দা হলেও রাতের কলকাতার যৌবনের স্বাদ পাননি এখনও? আপনাদের জন্যই এবার মোহময়ী রাতের শহরের বিভিন্ন সুলুক সন্ধান থাকল এই লেখায়৷ এই সব বার কাম রেস্তোরাঁয় রাতেই শুরু হয় নতুন জীবনের হদিশ পাওয়া৷

১. এম-ওয়াই-এক্স …

Related image

অসাধারন মিউজিক, দুর্দান্ত ডেকর, অতুলনীয় ড্রিঙ্কের সম্ভার, আর জিভে জল আনা খাওয়ার সব মিলিয়ে বিনোদনের অন্য নাম হল  এম-ওয়াই-এক্স। এর অসাধারন খাওয়ার আর ড্রিঙ্ক এর জন্য ২০১৬ সালে টাইমস গ্রুপের তরফ থেকে বছরের সেরা নাইট ক্লাবের পুরস্কারও পায় এই ক্লাব। এখানকার ড্যান্স ফ্লোরটিতে একসাথে প্রায় ৩০০ জন থাকতে পারেন। এখানকার অসাধারন সমস্ত মাছের পদ, আর  অসংখ্য ককটেল একবার চেখে দেখা বাধ্যতামূলক।

২ . শীশা বার স্টক এক্সচেঞ্জ …

Image result for shisha kolkata

পকেটের অবস্থা খুব একটা ভালো নয়, অথচ মনটা বেশ উড়ু উড়ু৷ আপনার গন্তব্য হতে পারে শীশা বার স্টক এক্সচেঞ্জ। ওয়েস্ট সাইড বিল্ডিং এর ৬তলায় এই ক্লাব, সাধ্যের মধ্যে ড্রিঙ্ক, খাবার ও তার সাথে এক দারুণ মিউজিকাল পরিবেশের জন্য কলকাতার উঠতি নিশাচরদের প্রথম পছন্দ শীশা। এর ড্রিঙ্ক স্টক, সুন্দর ভাবে সাজানো ড্যান্স ফ্লোর, আর আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট ও লাইভ স্পোর্টস স্ক্রিনিং এর ব্যবস্থা একে আরও জনপ্রিয় করে তুলেছে।

৩. তান্ত্রা …

Image result for TANTRA kolkata

পার্ক হোটেলের গ্রাউন্ড ফ্লোরে তান্ত্রা- অসাধারন মিউজিক, দুর্দান্ত লাইটিং, বিরাট ড্যান্স ফ্লোর, আর বিশাল ড্রিঙ্ক এর সম্ভার- সব মিলিয়ে কলকাতার নাইট লাইফের শেষ কথা হল- তান্ত্রা। এছাড়াও বিভিন্ন স্পেশাল নাইট, ড্রিঙ্কিং গেম, ইভেন্ট, শো, আর বিভিন্ন বিশেষ দিনের সেলিব্রেশন সব কিছুই অন্যান্য সমস্ত ক্লাবের থেকে আলাদা আর জনপ্রিয়।

৪. সামপ্লেস এলস …

Image result for someplace else kolkata

 

কলকাতায় রক ও ক্লাসিক মিউজিকপ্রেমি দের জন্য সেরা ঠিকানা পার্ক স্ট্রীট এর সামপ্লেস এল্স। পুরনো ব্রিটিশ ধাঁচে সাজানো এই পাব এর লাইভ মিউজিকের জন্য সব থেকে বিখ্যাত। এখানে দেশি-বিদেশী নানা ব্যান্ড ও শিল্পীরা আসেন। এখানকার আরামদায়ক সিটিং অ্যারেন্জমেন্ট আর সুন্দর পরিবেশন ব্যাবস্থার জন্য এই ক্লাব সমস্ত বয়সের মানুষের কাছেই বেশ পছন্দের।

৫. রক্সি …

Image result for roxy kolkata park street area kolkata west bengal

রক্সি, শহরের একেবারে মধ্যিখানে এবং সবথেকে জনবহুল এলাকা পার্ক স্ট্রীট এ হওয়ার দরুন এখানে ভিড় হয় সবথেকে বেশি। পুরনো কলকাতা আর বিদেশি স্বাদের অন্দর সজ্জা এক অদ্ভুত ফ্লেভার দিয়েছে এই ক্লাবটিকে৷ এখানকার ড্রিঙ্ক এর বিভিন্নতা ও লোভনীয় সাইড ডিশ আপনাকে এখানে আসতে বাধ্য করবে বারবার।

৬.  নকটার্ন …

Image result for knockturn kolkata

একেবারে নিউ এজ সাজগোজ, ইন্টিরিয়র দেখে মনে হতে পারে কোনো হিন্দি সিনেমার মধ্যে এসে পড়েছেন বুঝি। তার সাথে অসাধারন মিউজিক সিস্টেম, আর বিশাল ড্রিঙ্কের সম্ভার সব মিলিয়ে রাতের সৌন্দর্যকে আরও রঙিন করে তোলার সমস্ত ব্যবাস্থা আছে এখানে।

৭. প্রাইভি আলট্রা লাউঞ্জ …

Image result for privy ultra lounge kolkata west bengal

কলকাতার সবথেকে জনপ্রিয় ক্লাবগুলির মধ্যে অন্যতম হল এই প্রাইভি আলট্রা লাউঞ্জ। ফোরাম মলের ভেতরে আবস্থিত এই ক্লাব অন্যান্য ক্লাবের থেকে পরিমাপে ছোট হলেও, বিনোদনের ক্ষেত্রে কোন ক্লাবের থেকে পেছিয়ে নেই। অসাধারন ডিসাইনের ড্যান্স ফ্লোর, নিউ এজ মিউজিক, আর মায়াবী আলোর পরিবেশ সব মিলিয়ে নিশাচরদের স্বর্গরাজ্য।

৮. হোয়াটস ইন দ্য নেম …

Related image

কলকাতার সবথেকে জনপ্রিয় পার্ক স্ট্রীট এলাকায় হওয়া নতুন ক্লাব গুলির মধ্যে অন্যতম এই ক্লাব খুব অল্প সময়ের মধ্যেই বিপুল ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।মিনি ফুটবল, দুর্দান্ত সমস্ত ককটেল, শট ব্যাটেল,  বিয়ার পং ইত্যাদি বিভিন্ন রকম বিনোদনের জন্য অল্প বয়সীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।

৯. আন্ডার গ্রাউন্ড রিইঙ্কারনেটেড …

Related image

অসাধারন লাইটিং সাথে শরীরে তাল এনে দেওয়া মিউজিক, আর জিভে জল আনা উত্তর ভারতীয় আর চীনে খাওয়ারের সম্ভার, সব মিলিয়ে ইউ জি রিইনকারনেটেড কলকাতার যুবা ক্লাবপ্রেমি দের বেশ পছন্দের জায়গা। আপনি যদি থাকেন নাচের মুডে, আর যেতে চান কোথাও অন্য রকম জায়গায়, তবে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে অবস্থিত- ইউ জি রিইনকারনেটেড হল আপনার জায়গা।

Facebook Comments

শেয়ার করুন সকলের সাথে...
  • 113
    Shares

খবর ২৪ ঘন্টা

খবর এক নজরে…

No comments found

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.