লাইফস্টাইল

রাত জাগা কলকাতার ঠিকানা এইসব ‘বার-রেস্তোরাঁ-নাইটক্লাব’ ……

কলকাতার ‘ক’ চেনেন না? শহরে নতুন? নাকি এ শহরের বাসিন্দা হলেও রাতের কলকাতার যৌবনের স্বাদ পাননি এখনও? আপনাদের জন্যই এবার মোহময়ী রাতের শহরের বিভিন্ন সুলুক সন্ধান থাকল এই লেখায়৷ এই সব বার কাম রেস্তোরাঁয় রাতেই শুরু হয় নতুন জীবনের হদিশ পাওয়া৷

১. এম-ওয়াই-এক্স …

অসাধারন মিউজিক, দুর্দান্ত ডেকর, অতুলনীয় ড্রিঙ্কের সম্ভার, আর জিভে জল আনা খাওয়ার সব মিলিয়ে বিনোদনের অন্য নাম হল  এম-ওয়াই-এক্স। এর অসাধারন খাওয়ার আর ড্রিঙ্ক এর জন্য ২০১৬ সালে টাইমস গ্রুপের তরফ থেকে বছরের সেরা নাইট ক্লাবের পুরস্কারও পায় এই ক্লাব। এখানকার ড্যান্স ফ্লোরটিতে একসাথে প্রায় ৩০০ জন থাকতে পারেন। এখানকার অসাধারন সমস্ত মাছের পদ, আর  অসংখ্য ককটেল একবার চেখে দেখা বাধ্যতামূলক।

২ . শীশা বার স্টক এক্সচেঞ্জ …

পকেটের অবস্থা খুব একটা ভালো নয়, অথচ মনটা বেশ উড়ু উড়ু৷ আপনার গন্তব্য হতে পারে শীশা বার স্টক এক্সচেঞ্জ। ওয়েস্ট সাইড বিল্ডিং এর ৬তলায় এই ক্লাব, সাধ্যের মধ্যে ড্রিঙ্ক, খাবার ও তার সাথে এক দারুণ মিউজিকাল পরিবেশের জন্য কলকাতার উঠতি নিশাচরদের প্রথম পছন্দ শীশা। এর ড্রিঙ্ক স্টক, সুন্দর ভাবে সাজানো ড্যান্স ফ্লোর, আর আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট ও লাইভ স্পোর্টস স্ক্রিনিং এর ব্যবস্থা একে আরও জনপ্রিয় করে তুলেছে।

৩. তান্ত্রা …

পার্ক হোটেলের গ্রাউন্ড ফ্লোরে তান্ত্রা- অসাধারন মিউজিক, দুর্দান্ত লাইটিং, বিরাট ড্যান্স ফ্লোর, আর বিশাল ড্রিঙ্ক এর সম্ভার- সব মিলিয়ে কলকাতার নাইট লাইফের শেষ কথা হল- তান্ত্রা। এছাড়াও বিভিন্ন স্পেশাল নাইট, ড্রিঙ্কিং গেম, ইভেন্ট, শো, আর বিভিন্ন বিশেষ দিনের সেলিব্রেশন সব কিছুই অন্যান্য সমস্ত ক্লাবের থেকে আলাদা আর জনপ্রিয়।

৪. সামপ্লেস এলস …

 

কলকাতায় রক ও ক্লাসিক মিউজিকপ্রেমি দের জন্য সেরা ঠিকানা পার্ক স্ট্রীট এর সামপ্লেস এল্স। পুরনো ব্রিটিশ ধাঁচে সাজানো এই পাব এর লাইভ মিউজিকের জন্য সব থেকে বিখ্যাত। এখানে দেশি-বিদেশী নানা ব্যান্ড ও শিল্পীরা আসেন। এখানকার আরামদায়ক সিটিং অ্যারেন্জমেন্ট আর সুন্দর পরিবেশন ব্যাবস্থার জন্য এই ক্লাব সমস্ত বয়সের মানুষের কাছেই বেশ পছন্দের।

৫. রক্সি …

রক্সি, শহরের একেবারে মধ্যিখানে এবং সবথেকে জনবহুল এলাকা পার্ক স্ট্রীট এ হওয়ার দরুন এখানে ভিড় হয় সবথেকে বেশি। পুরনো কলকাতা আর বিদেশি স্বাদের অন্দর সজ্জা এক অদ্ভুত ফ্লেভার দিয়েছে এই ক্লাবটিকে৷ এখানকার ড্রিঙ্ক এর বিভিন্নতা ও লোভনীয় সাইড ডিশ আপনাকে এখানে আসতে বাধ্য করবে বারবার।

৬.  নকটার্ন …

একেবারে নিউ এজ সাজগোজ, ইন্টিরিয়র দেখে মনে হতে পারে কোনো হিন্দি সিনেমার মধ্যে এসে পড়েছেন বুঝি। তার সাথে অসাধারন মিউজিক সিস্টেম, আর বিশাল ড্রিঙ্কের সম্ভার সব মিলিয়ে রাতের সৌন্দর্যকে আরও রঙিন করে তোলার সমস্ত ব্যবাস্থা আছে এখানে।

৭. প্রাইভি আলট্রা লাউঞ্জ …

কলকাতার সবথেকে জনপ্রিয় ক্লাবগুলির মধ্যে অন্যতম হল এই প্রাইভি আলট্রা লাউঞ্জ। ফোরাম মলের ভেতরে আবস্থিত এই ক্লাব অন্যান্য ক্লাবের থেকে পরিমাপে ছোট হলেও, বিনোদনের ক্ষেত্রে কোন ক্লাবের থেকে পেছিয়ে নেই। অসাধারন ডিসাইনের ড্যান্স ফ্লোর, নিউ এজ মিউজিক, আর মায়াবী আলোর পরিবেশ সব মিলিয়ে নিশাচরদের স্বর্গরাজ্য।

৮. হোয়াটস ইন দ্য নেম …

কলকাতার সবথেকে জনপ্রিয় পার্ক স্ট্রীট এলাকায় হওয়া নতুন ক্লাব গুলির মধ্যে অন্যতম এই ক্লাব খুব অল্প সময়ের মধ্যেই বিপুল ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।মিনি ফুটবল, দুর্দান্ত সমস্ত ককটেল, শট ব্যাটেল,  বিয়ার পং ইত্যাদি বিভিন্ন রকম বিনোদনের জন্য অল্প বয়সীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়।

৯. আন্ডার গ্রাউন্ড রিইঙ্কারনেটেড …

অসাধারন লাইটিং সাথে শরীরে তাল এনে দেওয়া মিউজিক, আর জিভে জল আনা উত্তর ভারতীয় আর চীনে খাওয়ারের সম্ভার, সব মিলিয়ে ইউ জি রিইনকারনেটেড কলকাতার যুবা ক্লাবপ্রেমি দের বেশ পছন্দের জায়গা। আপনি যদি থাকেন নাচের মুডে, আর যেতে চান কোথাও অন্য রকম জায়গায়, তবে হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে অবস্থিত- ইউ জি রিইনকারনেটেড হল আপনার জায়গা।

শ্রীপর্ণা

Recent Posts

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌

কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র…

9 hours ago

বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

ইডির ওপর হামলার মামলায় তৃণমূলি মাফিয়া শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতে পাঠাল বসিরহাট…

10 hours ago

শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিলেন গোবিন্দা, লড়বেন লোকসভা ভোটেও

ভোটের বাজাারে চমক। একনাথ শিণ্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিলেন অভিনেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ…

10 hours ago

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন…

10 hours ago

‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা

তিনি বারবারই বলেছেন, বিবিধের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। তাঁর বক্তব্যে উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতির…

11 hours ago

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা

গঙ্গার তলা দিয়ে মেট্রো এখন হাওড়া পৌঁছে গিয়েছে। তাতে যাত্রীদের মধ্যে একটা খুশির হাওয়া বইছে।…

11 hours ago