Home আপডেট লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ~ গ্রেফতার ২

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ~ গ্রেফতার ২

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ~ গ্রেফতার ২

মঙ্গলবার লন্ডনে ভারতীয় দূতাবাসের  বিক্ষোভের ঘটনায় কড়া পদক্ষেপ নিল লন্ডন মেট্রোপলিটান পুলিস। দূতাবাসের জানালার কাচ ভাঙার অভিযোগে গ্রেফতার করা হল ২ জনকে। পুলিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসে হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার  প্রায় হাজার দশেক ব্রিটিশ পাকিস্তানি এসে জড়ো হয় ভারতীয় দূতাবাসের সামনে। তাদের সঙ্গে ছিল খালিস্তানপন্থীরাও। কর্মসুচিটির নাম দেওয়া হয়েছিল ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান ওইসব পাক বংশোদ্ভূতারা। পাক অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইউ ওয়ান্ট ফ্রিডম’, ‘স্টপ সেলিং ইন কাশ্মীর’। ওই বিক্ষোভ উস্কে দেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

দূতাবাসকে লক্ষ্য করে এদিন ডিম, টমেটো, জুতো, পাথর, স্মোক বোমা ছুড়ে একাধিক জানালার কাচ ভেঙে দেয় বিক্ষোভকারীরা। সেই ছবি ট্যুইট করেছে ভারতীয় দূতাবাস। লন্ডনের মেয়র সাকিব খান নিজেও একজন পাক বংশোদ্ভূত ব্রিটিশ। এই ঘটনার নিন্দা করেছেন তিনি। এক ট্যুইটে তিনি লিখেছেন, এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। এক নিন্দা করছি। ঘটনার প্রতিবাদ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন করেন প্রধানমন্ত্রী মোদী। তার পরেই এই পদক্ষেপ নিল ব্রিটেন।