Home লাইফস্টাইল অবসরকালিন জীবনকে সুন্দর করতে বাজাজ অ্যালিয়েন্জ্ঞ লাইফ বাজারে আনল ‘লং লাইফ গোল’

অবসরকালিন জীবনকে সুন্দর করতে বাজাজ অ্যালিয়েন্জ্ঞ লাইফ বাজারে আনল ‘লং লাইফ গোল’

অবসরকালিন জীবনকে সুন্দর করতে বাজাজ অ্যালিয়েন্জ্ঞ লাইফ বাজারে আনল ‘লং লাইফ গোল’
ছবি সৌজন‍্য অত্রিদেব মিশ্র

সরকারী হোক কিংবা বেসরকারি ক্ষেত্র এইমূহুর্তে ভারতবর্ষে কোনক্ষেত্রেই চালু নেই ‘নিশ্চিত’ পেনশন। অপরদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংসার খরচ। অবসরকালে সংসার খরচের পাশাপাশি ও থাকে মেডিসিনের খরচ যার খরচটাও যথেষ্ট। মানুষের অবসরকালীন সময়ে অধিক অর্থনৈতিক নিরাপত্তা ও বেশি আয়ের কথা জন্য বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইন্সিওরেন্স কোম্পানী বাজারে আনলো নতুন পলিসি ‘লং লাইফ গোল’। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই নতুন পলিসি সম্পর্কে তথ্য প্রদান করেন বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইনসিওরেন্স কোম্পানীর চিফ ইন্সটিটিউশনাল বিজনেস অফিসার ধীরাজ সেহগল এবং রিতুরাজ ভট্টাচার্য। ধীরাজ সেহগাল জানান “এই পলিসি করলে একদিকে যেমন অবসর সময়ে করমুক্ত আয় পাওয়া যাবে, তার পাশাপাশি অন্যদিকে থাকছে আপৎকালীন সময়ে টাকা তোলার সুবিধা।
এই পলিসির মাধ্যমে একটা নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত অর্থ বিনিয়োগের ফলস্বরূপ বিনিয়োগকারীগণ নিজের ৯৯ বছর বয়স পর্যন্ত আয় পাবেন। এই পলিসিতে যে মর্টালিটি চার্জ নেয়া হবে তা মেয়াদঅন্তে ধাপে ধাপে ফেরত দেয়া হবে। এই পলিসিতে ১.৩৫% ফান্ড ম‍্যানেজমেন্ট চার্জ ছাড়া অন‍্য কোন চার্জ দিতে হবে। ৫বছর পর থেকেই আংশিক টাকা তোলা যাবে। প্রতি ১০০ টাকা তুললে ১০০.৫ টাকা ফেরত কোম্পানি।”