Home বিনোদন শিশু নির্যাতন, যৌনপল্লির রোজনামচা নিয়ে এক ভিন্নস্বাদের ছবি ‘লাভ সোনিয়া’

শিশু নির্যাতন, যৌনপল্লির রোজনামচা নিয়ে এক ভিন্নস্বাদের ছবি ‘লাভ সোনিয়া’

শিশু নির্যাতন, যৌনপল্লির রোজনামচা নিয়ে এক ভিন্নস্বাদের ছবি ‘লাভ সোনিয়া’

সম্প্রতি কলকাতার ম্যাক্সমুলার ভবনে অস্কারপ্রাপ্ত ছবি ‘স্লাম ডগ মিলিওনিওর’ খ্যাত পরিচালক তাব্রিজ নুরানীর ভীন্নস্বাদের, ভিন্নধারার ছবি “লাভ সোনিয়া”র স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল। ছবির প্রযোজক ‘লাইফ অফ পাই’ খ্যাত ডেভিড ওমার্ক। ছবির মূল প্লট আবর্তিত হয়েছে শিশু নির্যাতন,যৌনপল্লিতে মেয়েদের বিক্রি করার ঘটনার গল্পকে কেন্দ্র করে । ছবির মধ্য দিয়ে সোনাগাছি থেকে শুরু করে বিভিন্ন পতিতাপল্লির অভ্যন্তরীণ রোজনামচা পরিচালক সোনিয়ার চরিত্রের দ্বারা দর্শকদের সামনে উপস্থাপন করেছেন। সোনিয়া তার বোন প্রীতিকে এই জীবন থেকে বাঁচাতে চেষ্টা করে, শেষপর্যন্ত সে তার মিশনে সফল হতে পারে কি না তা নিয়েই এই ছবির মূল চিত্রনাট্য। বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি ইতিমধ্যেই প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। নারীদের জন্য ভিভেল কোম্পানি ‘অব সমঝোতা নেহী’ শিরোনাম ক্যাপশন দিয়ে এক প্রচার অভিযানকে উৎসাহিত করার চেষ্টা করছে। মেয়েরা সমাজে যাতে পিছিয়ে না পড়ে এবং আগামীতে মাথা উঁচু করে বাঁচতে শেখে সেটাই ভিভেলের মূল উদ্দেশ্য । এদিন ছবির স্ক্রিনিং অনুষ্ঠানে মুখ্য অভিনেত্রী মরুণাল ঠাকুর উপিস্থিত ছিলেন। ছিলেন এনজিও’ র ফাউন্ডার রুচিরা গুপ্তা সহ প্রমুখ বিশিষ্টজনরা।