
ওয়েবডেস্কঃ অপরাধ ছিল নিজের পছন্দের পাত্রকে বিয়ে করার। সেই অপরাধে নিজের মেয়েকে পুড়িয়ে মারল বাবা। শুক্রবার সকালে মধ্যপ্রদেশের চৈনপুরের সরকার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে খুনকেই কারণ বলে মনে করছে পুলিস।পুলিস প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে মেয়ের ভিন জাতের প্রেম নিয়ে প্রবল আপত্তি ছিল গোটা পরিবারের। বাড়ির অমতে পছন্দের পাত্রকেই বিয়ে করেন লক্ষ্মী। ফলে পরিবারের রোষানলে পড়ে যান তিনি। শুক্রবার সকালে খালোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৈলাশ পানসে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতার পরিবারের লোকজন অন্য জাতের ছেলেকে বিয়ের সিদ্ধান্তে রাজি ছিলেন না। আজ সকালে সাড়ে সাতটা নাগাদ যখন ওই তরুণী বাড়ি থেকে চলে যাচ্ছিলেন, তখন তাঁর পথ আটকান বাবা। এরপর তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। তদন্তে পুলিস জানতে পারে বাড়ির অমতে ভিন জাতের ছেলেকে বিয়ে করার কারণেই মেয়ের গায়ে আগুন দিতে সঙ্কোচ করেননি বাবা। আজ সকালে লক্ষ্মী বাই নামে ওই তরুণীকে পুড়িয়ে মারেন তাঁর বাবা সুন্দরলাল যাদব। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার ভাই রাজেন্দ্র যাদবকে আটক করা হয়েছে। খানদ্বার চৈনপুর সরকার গ্রামটি ভোপাল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে।