Home আপডেট Madhyamik English paper ‘leaked’: পরীক্ষার মধ্যেই মাধ্যমিকের ইংরেজি ‘প্রশ্নপত্র’ পোস্ট সুকান্তের, ‘ফাঁস কিনা…’

Madhyamik English paper ‘leaked’: পরীক্ষার মধ্যেই মাধ্যমিকের ইংরেজি ‘প্রশ্নপত্র’ পোস্ট সুকান্তের, ‘ফাঁস কিনা…’

Madhyamik English paper ‘leaked’: পরীক্ষার মধ্যেই মাধ্যমিকের ইংরেজি ‘প্রশ্নপত্র’ পোস্ট সুকান্তের, ‘ফাঁস কিনা…’

মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র কি ফাঁস হয়ে গিয়েছে? সেই জল্পনা জিইয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরুর পাক্কা ১ ঘণ্টা ৪২ মিনিটের মাথায় ইংরেজির ‘প্রশ্নপত্র’ পোস্ট করে বঙ্গ বিজেপির সভাপতি দাবি করলেন, ওই প্রশ্নপত্র নাকি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে কিনা, তা কিছুক্ষণ পরেই বোঝা যাবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার বেলা ১২ টা থেকে মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা শুরু হয়। দুপুর ১ টা ৪২ মিনিটে টুইটারে তিনটি ছবি পোস্ট করে সুকান্ত দাবি করেন, মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। তিনি লেখেন, ‘আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, তা স্পষ্ট হয়ে যাবে।’

এমনিতে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র বাইরে আনার নিয়ম নেই। সেই পরিস্থিতিতে সুকান্তের হাতে কীভাবে সেই প্রশ্নপত্র এল, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে থাকেন। সুকান্তের টুইটের নীচে এক নেটিজেন বলেন, ‘যতক্ষণ সেটা নিয়ে কোনও প্রমাণ না হচ্ছে! এখনই টুইট করা কি ঠিক হচ্ছে ? না পরোক্ষভাবে নিজেই প্রশ্ন ফাঁস করা হচ্ছে ?’ একজন আবার বলেন, ‘সত্যিই আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত? আপনার থেকে এরকম আশা করিনি স্যার।’

আরও পড়ুন: Madhyamik 2023 English Exam Review: কেমন হল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

তবে নিজের দাবিতে অনড় থাকেন সুকান্ত। বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘আজ ইংরেজির প্রশ্নপত্র মালদা জেলায় ঘুরে বেড়াচ্ছে। পর্ষদ বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দেখিয়েছে। পড়ুয়ারা ভিতরে ঢুকে গিয়ে মোবাইল নিয়ে ছবি তুলে বেরিয়েছে। কিন্তু আমার কাছে এটা হোয়্যাটসঅ্যাপে পৌঁছায় আজ (২৪ ফেব্রুয়ারি) ১২ টা ৪৮ মিনিটে। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার, পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনেক আগে থেকেই এই প্রশ্নপত্র মালদা জেলার বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে খবর আছে, তৃণমূল শিক্ষাসেলের এক নেতা এই প্রশ্নপত্র ফাঁস করেছেন। পর্ষদ তদন্ত করে দেখুক।’

মধ্যশিক্ষা পর্ষদের প্রতিক্রিয়া

ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে কিনা, তা নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আশ্বাস দেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। যিনি আজ মাধ্যমিক পরীক্ষার পর্ষবেক্ষণে জেলা সফরে গিয়েছেন। তারইমধ্যে পর্ষদের একটি সূত্রের দাবি, যে টুইট করা হয়েছে, তা পরীক্ষা শুরুর অনেকটা পরেই। ফলে কোনও প্রভাব পড়বে না পরীক্ষার্থী এবং শিক্ষকদের উপর। প্রশ্নপত্র ফাঁস হয়নি।

আরও পড়ুন: Madhyamik Examination 2023: এই প্রথমবার! মাধ্যমিক পরীক্ষা পর্যবেক্ষণে জেলায় গেলেন পর্ষদ সভাপতি

তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করেন, বিজেপি-শাসিত রাজ্যেই তো প্রশ্নপত্র হুলুস্থুলু বেঁধে গিয়েছিল। সেইসঙ্গে তিনি বলেছেন, ‘সুকান্তবাবু তো শিক্ষক সমাজে আছেন। সস্তা রাজনাীতির জন্য এরকম কাজ করবেন না।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here