Home আপডেট Mamata at Eid Milad: রেড রোডে ইদের মঞ্চে লোকসভা ভোটের প্রচার মমতার, তুললেন ‘জয় বাংলা’ স্লোগানও

Mamata at Eid Milad: রেড রোডে ইদের মঞ্চে লোকসভা ভোটের প্রচার মমতার, তুললেন ‘জয় বাংলা’ স্লোগানও

Mamata at Eid Milad: রেড রোডে ইদের মঞ্চে লোকসভা ভোটের প্রচার মমতার, তুললেন ‘জয় বাংলা’ স্লোগানও

[ad_1]

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই কলকাতায় রেড রোডে ইদের নমাজের মঞ্চে লেগেছে রাজনীতির রং। প্রতি বছরই নিয়ম করে সেখানে হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভা ভোটের মুখে এবারের ইদে রেড রোডের মঞ্চ থেকে সরাসরি ভোট প্রচার করলেন তিনি। ধর্মীয় মঞ্চকে ব্যবহার করলেন রাজনৈতিক প্রচারের উদ্দেশে।

গায়ের জোরে CAA – NRC হতে দেব না

বৃহস্পতিবার সকাল ১০টায় রেড রোডে ইদের নমাজের মঞ্চে বক্তব্য রাখেন মমতা। প্রথমে কোনও রাজনৈতিক দলের নাম না করলেও CAA, NRC ও অভিন্ন দেওয়ানি বিধি কোনও মতেই লাগু হতে দেবেন না বলে দাবি করেন তিনি। বলেন, ‘আমি জানি, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে। NRC হবে কি না, CAA হবে কি না? এরা আবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসছে। আমরা মানব না। গায়ের জোরে মানব না’।

ইদের জামাতে ভোটের প্রচার মমতার

এর পরই ইদের মঞ্চে ভোটপ্রচার শুরু করেন মমতা। বলেন, ‘আপনাদের আশীর্বাদে আমরা এখানে আছি। যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন, ফাইট আমাদের সাথে বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা কোনও ভোটও যেন অন্য তৃণমূল কংগ্রেস ছাড়া কোনও দলে না যায়।’

দাঙ্গা বাঁধাতে চায়

এর পরই ফের রাজ্যে রাম নবমীতে দাঙ্গা লাগার আশঙ্কা প্রকাশ করেন মমতা। বলেন, ‘সামনেই নববর্ষ। তার পর অন্নপূর্ণা পূজা। আর এরা এর নামে দাঙ্গা বাঁধাতে চায়। কেউ দাঙ্গা করতে এলে আপনারা চুপ করে থাকবেন। মাথা ঠান্ডা রাখুন। ওদের দাঙ্গা করতে আমরা দেব না।’

এমনকী ইদের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সিকেও আক্রমণ করেন মমতা। বলেন, ‘একটা চকোলেট বোমা ফাটলেও NIAকে পাঠিয়ে দেয়। সবাইকে গ্রেফতার করো। সবাইকে গ্রেফতার করতে করতে তোমার দেশই শূন্য হয়ে যাবে।’

মমতা দাবি করেন, ‘যতই চক্রান্ত হোক। টাকার খেলা হোক, নোংরামি হোক, রাম বাম শ্যাম হোক, ক্যা হোক। আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মা – মাটি – মানুষকে অনেক শান্তিতে রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।’

বক্তব্যের একেবারে শেষে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান তোলেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার আগেই বাড়ির পথ ধরে জনতা। এর পর অভিষেক যখন বলতে শুরু করেন তখন মঞ্চের সামনে ছিলেন হাতে গোনা কয়েকজন।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here