Home আপডেট Mamata Banerjee: ব্রাজিলের রিওকেও ছাপিয়ে গিয়েছে কলকাতার দুর্গা কার্নিভাল, দাবি মমতার, উদ্বোধনেও রেকর্ড!

Mamata Banerjee: ব্রাজিলের রিওকেও ছাপিয়ে গিয়েছে কলকাতার দুর্গা কার্নিভাল, দাবি মমতার, উদ্বোধনেও রেকর্ড!

Mamata Banerjee: ব্রাজিলের রিওকেও ছাপিয়ে গিয়েছে কলকাতার দুর্গা কার্নিভাল, দাবি মমতার, উদ্বোধনেও রেকর্ড!

[ad_1]

এবার ভার্চুয়াল মাধ্য়মে একের পর এক পুজোর উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকী প্রতিমার চোখও তিনি ভার্চুয়ার মাধ্যমেই এঁকেছেন। অসুস্থতার জন্য় তিনি এবার সব মণ্ডপে যেতে পারেননি। তবে রেড রোডের দুর্গা কার্নিভালে উপস্থিত ছিলেন তিনি। 

সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থেকে সেই পুজো উদ্বোধন ও কার্নিভালের প্রসঙ্গ আনেন তিনি। মমতা জানিয়েছেন, এবার ১২০০ পুজোর উদ্বোধন তিনি করেছেন। পাশাপাশি রেড রোডে দুর্গা পুজোর বিসর্জনের যে কার্নিভাল হয়েছে তা ব্রাজিলের রিওর কার্নিভালকেও ছাপিয়ে গিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 

তবে কীভাবে এটা মাপা হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। 

 পাশাপাশি এবার গোড়া থেকেই বিদেশি পর্যটকদের উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন এবারের পুজোতে বাংলায় সারা বিশ্ব থেকে ৪০ হাজার বিদেশি পর্যটক এসেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম এটা হয়নি। ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা। তিনি জানিয়েছেন, অরূপ, দেবা, ববিকে জিজ্ঞেস করেছিলাম এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে। 

কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। প্রতি বছরই পুজোয় সেজে ওঠে গোটা বাংলা। উৎসবমুখর হয়ে ওঠে বাংলা। এদিকে ক্লাবগুলিকে অনুদান দেওয়ার পরিমাণও এবার বাড়িয়ে দিয়েছে সরকার। সব মিলিয়ে পুজোকে ঘিরে একেবারে হইহই ব্যাপার। তবে এবার গোটা পুজো পর্বটাই ঘরবন্দি কাটিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে পুজোর পরে কার্নিভালে উপস্থিত ছিলেন তিনি। সেখানেও জমকালো আয়োজন করা হয়। কলকাতার বহু বড় পুজো আয়োজক সেখানে অংশ নেয়। 

অন্যদিকে জেলায় জেলায় এবারও দুর্গা কার্নিভাল হয়েছে। কোচবিহার থেকে বারাসত একই ছবি। অত্যন্ত জমকালো আয়োজন। তবে মুখ্যমন্ত্রী কলকাতার কার্নিভালকে ব্রাজিলের রিওর কার্নিভালকেও ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্য়মে বিপুল সংখ্যক পুজোর উদ্বোধনের মাধ্যম রেকর্ড করেছেন বলেও তিনি জানিয়েছেন।সেক্ষেত্রে একদিকে পুজো উদ্বোধন ও অন্য়দিকে পুজোর কার্নিভালের জাঁকজমক দুটো দিকই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here