Home আপডেট Manik Bhattacharya: তদন্তে মানিকের বিরুদ্ধে মিলেছে নতুন তথ্য, জামিন মামলায় সুপ্রিম কোর্টে জানাল ED

Manik Bhattacharya: তদন্তে মানিকের বিরুদ্ধে মিলেছে নতুন তথ্য, জামিন মামলায় সুপ্রিম কোর্টে জানাল ED

Manik Bhattacharya: তদন্তে মানিকের বিরুদ্ধে মিলেছে নতুন তথ্য, জামিন মামলায় সুপ্রিম কোর্টে জানাল ED

[ad_1]

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের মামলায় আদালতকে নতুন তথ্য দিতে চায় ইডি। সেজন্য বুধবার মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত ইডিকে ১০ দিন বরাদ্দ করেছে। ২ সপ্তাহ পরে ফের হবে এই মামলার শুনানি।

বুধবার বিচারপতি বেলা এন ত্রিবেদী ও পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চে মানিক ভট্টাচার্যের জামিনের মামলার শুনানি হয়। শুনানিতে মানিকের আইনজীবী সওয়াল করেন, দীর্ঘদিন তিনি জেলবন্দি রয়েছেন। তদন্তেও তেমন কোনও অগ্রগতি নেই। তাছাড়া তদন্তে সব রকম সহযোগিতা করেছেন মানিকবাবু। তাই তাঁকে জামিন দেওয়া হোক। জবাবে ইডির আইনজীবী বলেন, তদন্তে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। সেসব আদালতের সামনে পেশ করতে চায় ইডি। সেজন্য কিছু সময় বরাদ্দ করা হোক।

দুপক্ষের সওয়াল শুনে সর্বোচ্চ আদালত ইডিকে হলফনামা পেশের জন্য ১০ দিন সময় দিয়েছে। মানিক ভট্টাচার্যকে তার জবাব দেওয়ার জন্য আরও ৩ দিন সময় দেওয়া হয়েছে। ২ সপ্তাহ পরে মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টে খারিজ হয়েছে মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here