
ওয়েব ডেস্ক~ নাট্যকার মনোজ মিত্রের বিরুদ্ধে বাড়ি ভাড়া নিয়ে দিনের পর দিন ভাড়া না দেয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ নিয়ে বাড়ির মালিক আদালতে গেলে, তার জিনিসপত্র বাইরে বের করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার যতীন দাস রোডের বাড়ি থেকে মনোজের জিনিসপত্র বের করে দেয়া হয়। জানা গেছে, ৫৭ যতীন দাস রোডের ‘সুন্দরম’ নামে বাড়িতে ৬০ বছর ধরে ভাড়া ছিলেন নাট্যকার মনোজ মিত্র। বাড়িটিতে নাটকের রিহার্সেল চলত। কিন্তু এখন বাড়িওয়ালার অভিযোগ, গত কয়েক বছর ধরে কিছুই হতো না মনোজের বাসায়। এমনকি বারবার অনুরোধের পরও বাড়ির ভাড়া দিচ্ছিলেন না মনোজ মিত্র।
অনেক দিন ধরে বাড়ি ভাড়া না দেয়ায় মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মনোজ মিত্রের ভাড়াবাড়ি খালি করে দেয়া হয়। রাস্তায় রেখে দেয়া হয় তার সব জিনিসপত্র। এ বিষয়ে নাট্যকার মনোজ মিত্র দাবি করেছেন, আদালতে মামলার বিষয়টি তিনি জানতেন না।