Home ব্লগবাজি আমি আর একমুঠো নীরবতা ~ বৈশাখী চ্যাটার্জী

আমি আর একমুঠো নীরবতা ~ বৈশাখী চ্যাটার্জী

আমি আর একমুঠো নীরবতা  ~  বৈশাখী চ্যাটার্জী
আমি আর একমুঠো নীরবতা

তুমি আর একমুঠো সময় -
সহস্র শতাব্দী দুরে দুজনের বাস এখন ,
আমি তাই একা -
ফাঁকা ঘরের চারদেওয়ালে -ধুলো জমে আছে নীরবতার !
কখনো ভেবেছি আর একটু সময় যদি সময়ের থেকে ভিক্ষে নিয়ে ফেরা যেত
সেই সব প্রথম কদম ফুলের দিনগুলোতে --
আজ আমি আর আমার মনের  ভালবাসাগুলো  অনেক আলোকবর্ষ দুরে থাকে -,
হাতড়াই বারবার -
যদি খুঁজে পাই -তবু রাস্তা হারাই শুধু ,
ঠিক কতটা অভাবে ভালবাসা মরে গো ?
কতটা ভালবাসা হীন হলে কাঙালীও ভালবাসা থেকে মুখ ফেরায় তুমি জান ?

আজ সব সুরে ইতি টানা হয়ে গেছে ,
যদি সামনে এসে মুঠো মুঠো ভালবাসা বিলিয়ে দাও ,
তার থেকে একটু মুক্তি ভাল --
বড্ড যন্ত্রণা অপমানে আজও জমা !
যদিও জমা পুঁজির হিসেব নেই তেমন -
তাই অনায়াসে ছিটকে যেতে পারি কক্ষচ্যুত হয়ে --
আরও অন্য কোন কক্ষপথে -
জানি সেখানেও আছে কৃপণের কার্পণ্য হাসি ,
তাই কয়েক সহস্র আলোকবর্ষ দুরে
আমি আর একমুঠো নীরবতা ভাল আছি ॥

বৈশাখী চ্যাটার্জী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here