Home লাইফস্টাইল উদ্যোক্তা ‘MeenaBazaar Classics’র একদিনের অভিনব ফ্যাশন ও লাইফ ষ্টাইল প্রদর্শনী

উদ্যোক্তা ‘MeenaBazaar Classics’র একদিনের অভিনব ফ্যাশন ও লাইফ ষ্টাইল প্রদর্শনী

উদ্যোক্তা ‘MeenaBazaar Classics’র একদিনের অভিনব ফ্যাশন ও লাইফ ষ্টাইল প্রদর্শনী
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

সম্প্রতি MeenaBazaar Classics’র উদ্যোগে কলকাতার এক অভিজাত হোটেলে একদিনের ফ্যাশন ও লাইফ ষ্টাইল প্রদর্শনী আয়োজিত হয়ে গেল । ভারতবর্ষের বিভিন্নপ্রান্তের প্রখ্যাত ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের উদ্দেশ্যে এই একদিনব্যাপি প্রদর্শনীতে অংশ নেন । স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং ঋতুকালীন সময়ে এর ব্যবহারের উদ্দেশ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মিস কলকাতা তথা মিস ইন্ডিয়া ফার্স্ট রানারআপ লোপামুদ্রা মন্ডল,অভিনেত্রী কনীনিকা ব্যানার্জী এবং সংস্থার সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যরা তিলজলা এলাকায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বা বলা ভাল কাগজকুড়িয়ে জীবিকা নির্বাহকারী ১০ জন মেয়ের হাতে এক বছরের স্যানিটারি ন্যাপকিন তুলে দেন। শুধু গ্রাম নয় শহরের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়েরা এখনোও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারের উপকারিতা সম্পর্কে অবহিত নন এইজন্য আমাদের এই অভিনব উদ্যোগ । আগামী দিনেও স্যানিটারি ন্যাপকিনের সচেতনতার উদ্দেশ্যে নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করা হবে বলে জানান মিনাবাজার ক্লাসিকসের আয়োজক লোপামুদ্রা মন্ডল। মিনাবাজার ক্লাসিকস বছরে ৪ বার এমন প্রদর্শনী আয়োজন করে যেখানে একই ছাদের নিচে জামাকাপড়,জুতো,ব্যাগ থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের পণ্য,খাবারের স্টল ,ফ্যাশনের স্টলের এই প্রদর্শনীতে উপস্থিতি ছিল লক্ষণীয়।