Home খেলাধুলো প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ও ২য় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ও ২য় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে ও ২য় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ভারত

∆ ভারত :-

১ ম ইনিংস

৪৪৩/৭

( পূজারা ১০৬)

২য় ইনিংস :-

৫৪/৫

( মায়াঙ্ক ২৮*)

∆ অস্ট্রেলিয়া :-

১৫১/১০

( হ্যারিস ২২, পেইন ২২)

মেলবোর্নে প্রথম ইনিংসে ভারত ৭ উইকেটে ৪৪৩ রান তুলে ডিক্লেয়ার করেছিল। জবাবে প্রথম ইনিংসে অজি ব্যাটিংয়কে বেআব্রু করল জসপ্রীত বুমরাহের অসাধারণ স্পেল। ফলস্বরূপ অস্ট্রেলিয়া মাত্র ১৫১ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেল। হ্যারিস আর অধিনায়ক পেইন ছাড়া সেভাবে কেউ বেশিক্ষন এই নতুন ‘লেড ডাইন’ উইকেটে স্থায়ী হতেই পারল না। বুমরাহ একাই নিলেন ৬টি উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের অবস্থাও যথেষ্ট শোচনীয়। প্যাট কামিন্সের লেগ সাইডমুখী বোলিংয়ের ট্র্যাপে পড়ে পরপর প্যাভিলিয়নে ফিরে যান পূজারা ও কোহলি। দুজনেই ‘০’ রান করেন। রাহানে ও তার কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান লেগ সাইডের বল পুল করতে গিয়ে পেইনের হাতে ক্যাঁচ দিয়ে। দিনের শেষে ভারতে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে । অস্ট্রেলিয়ার থেকে ৩৪৬ রানে এগিয়ে রয়েছে বিরাট বাহিনী।