
ডলার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ‘পূজার ছন্দে মাতো আনন্দে’ নামক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার ঘোষণা হল সম্প্রতি। এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হল। ‘পুজোর ছন্দে মাতো আনন্দে ‘এই অ্যাওয়ার্ডটিতে বিভিন্ধ ক্যাটেগরিতে দেওয়া হবে :-
∆ বেস্ট পাড়া ধুনচি ডান্সার,
∆বেস্ট পাড়া ঢাক বাদক
এবং
∆ বেস্ট পাড়া শঙ্খ বাদককে
পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে ডলারের তরফ থেকে নগদ অর্থ । এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডলারের রিজিওনাল ডিরেক্টর গৌতম দে,সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিনোদ গুপ্ত, অভিনেত্রী পল্লবী চ্যাটার্জী,ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া সহ বিশিষ্টরা।
Facebook Comments