Home খেলাধুলো রেনবোর বিরুদ্ধেও আটকে গেল মহামেডান

রেনবোর বিরুদ্ধেও আটকে গেল মহামেডান

রেনবোর বিরুদ্ধেও আটকে গেল মহামেডান

∆ মহামেডান :- ১

( ফিলিপ আদজ্জা পেনাল্টি)

∆ রেনবো :- ১

(সৌরভ)

প্রথম ম্যাচে এটিকে রিজার্ভের বিরুদ্ধে ম্যাচ হেরে দ্বিতীয় ডিভিশন আই লিগের অভিযান শুরু করেছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান। স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট না করার চাপ বাড়ছিল রঘু নন্দীর ছেলেদের উপর। তবে বারাসত স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুতেই ৩’ মাথায় পিছিয়ে পড়ে সাদা কালো বাহিনী। বারাসাতে ম্যাচের ৩ মিনিটের মাথাতেই সৌরভ রায়ের করা গোলে এগিয়ে যায় রেনবো। ম্যাচে ফেরার চেষ্টা চালায়
মহামেডান । ফিলিপ আদজ্জার কাছে বারবার ফাইনাল বল পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছিল মহামেডান মিডফিল্ড। বিরতিতে যাওয়ার সময় স্কোর ছিল ১-০।

দ্বিতীয়ার্ধে মূহুর্মূহু আক্রমণ তুলে আনে মহামেডান। ম্যাচের একদম শেষমুহূর্তে পেনাল্টি বক্সে রেনবোর ফুটবলারের হাতে বল লাগলে পেনাল্টি পায় মহামেডান। স্পট থেকে গোল করে মহামেডানকে সমতায় ফেরান ফিলিপ আদজ্জা । ম্যাচ ১-১ ফলে ড্র হয় শেষপর্যন্ত।

ম্যাচের পর রেইবো কর্তা সুখেন মজুমদার জানান “ম্যাচটা আমরা জিততে পারতাম। একটুর জন্য ড্র হল। আমি মহামেডানকে বড় দলই মনে করি না।” এই মন্তব্যকে ঘীরে তৈরি হয় অনভিপ্রেত বিতর্ক ।