Home খেলাধুলো চেন্নাইয়ের বিরুদ্ধে এগিয়ে ও ড্র করলো ম্যারিনার্সরা

চেন্নাইয়ের বিরুদ্ধে এগিয়ে ও ড্র করলো ম্যারিনার্সরা

চেন্নাইয়ের বিরুদ্ধে এগিয়ে ও ড্র করলো ম্যারিনার্সরা

∆ মোহনবাগান :- ১

( সনি নর্দে)

∆ চেন্নাই সিটি এফসি :- ১

( নেস্টর)

যুবভারতীতে প্রতিপক্ষ এই মরসুমের আই লিগের অপরাজিত দল, লিগের শীর্ষে থাকি চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে স্বাভাবিকভাবেই চাপে ছিলেন শঙ্করলালের ছেলেরা। তার উপর শেষ ম‍্যাচে মোহনবাগান ঘরের মাঠে চার্চিলের কাছে পর্যুদস্ত হয়েছিল। SN 50’র গোলে মোহনবাগান প্রথমে এগিয়ে গেলেও নেস্টরের গোলে সমতা ফেরায় চেন্নাই। ম্যাচ ১-১ গোলে ড্র। ডিকাকে বসিয়ে কিংসলে, ওমর, সোনি, কিসেক্কা, কিনাওয়াকি এই পাঁচ বিদেশিকে দিয়ে ম‍্যাচ শুরু করেন বাগান কোচ শঙ্করলাল। গোলে শিল্টনের পরিবর্তে শঙ্কর আর ডিফেন্সে দালরাজের বদলে কীমকিমাকে ফিরিয়ে আনেন এই ম‍্যাচে । প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সোনির গোলে এগিয়ে যায় ম‍্যারিনার্সরা। ম্যাচের ৮০ মিনিটে নেস্টরের গোলে সমতা ফেরায় চেন্নাই। শেষ পর্যন্ত গোলকিপার শঙ্করের দুরন্ত সেভের ফলে খেলা ১- ১ গোলে শেষ হয়। ৭ ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষে রইলো চেন্নাই সিটি এফসি। ৬ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৯।