Home ব্লগবাজি Only Mother ~ বৈশাখী চ্যাটার্জী

Only Mother ~ বৈশাখী চ্যাটার্জী

Only Mother    ~    বৈশাখী চ্যাটার্জী

Only Mother

বৈশাখী চ্যাটার্জী

একটা মেঘে ঢাকা শহর -প্রতি মুহূর্তে মেঘেরা মেঘের সাথে খেলা করে
বেড়ায় -এমনই একটা শহর চিনির ড্রয়িং এর খাতায় রোজ উঠে আসে -এবার class- 4 এ
উঠলো চিনি ,বন্ধুদের কাছে গল্প শোনে- তারা কত দুর দুর জায়গা ঘুরে আসে -সেবার
শিলং পাহাড় থেকে ফিরে -অয়ন গল্প করেছিল মেঘগুলোর, তার গল্পে চিনি সাজিয়ে তোলে
একটা গোটা খাতা যার প্রতিটা পাতায় সে এঁকেছে পাহাড় -ঝরনা -সমুদ্র -মেঘ ,মেঘ
গুলো নাকি ঘরের মধ্যে ঢুকে ভিজিয়ে দিয়ে যায় ,বালিশ -বিছানা -দেওয়াল -সব ,সেই
গল্প মনের মধ্যে কি যত্ন করে সাজিয়ে তোলে রোজ ,তারও বড় যেতে ইচ্ছে করে এই
চেনা শহরটা থেকে অনেক দূরে -মাঝে মাঝে খেয়ালের বসে মা কে বলে-
চল না মা কোথাও একটু বেড়াতে যাব ,
মায়ের চোখের কোনে আলতো জল দেখে চুপ করে যায় -নিজেই কথা ঘুরিয়ে বলে দূর কি যে
বলি ঘরেই বেশ ভাল আছি ।

তিয়াসা চিনি কে একা বড় করে চলেছে -চার বছরের চিনিকে নিয়ে
সেপারেশন হয়ে গিয়েছিল ,তারপর একলা লড়াই -রোজ ,একটা প্রাইভেট কম্পানিতে কাজ
-একলা ভাড়া করা ঘরে সে আর তার চিনি ব্যস -বাকি সব কেমন যেন মিথ্যে হয়ে গেছে
-সম্পর্ক গুলো একে একে সবাই হাত ছেড়ে পালিয়েছে -এখন শুধু এগিয়ে চলার লড়াই
-লড়াইটা দুজনেরই ।
চিনির ছোট ছোট ইচ্ছে গুলোর খুব যত্ন নেয় তিয়াসা -সপ্তাহে একদিন
পার্কে ঘুরিয়ে আনে -রোজ বাড়ি ফেরার পর পড়াশুনোর শেষে দুজনে চুটিয়ে আড্ডা মারে
-ছুটির দিনে পছন্দের কোন একটা সিনেমা দেখে নেয় -চিনি এখন একটু একটু বড় হচ্ছে
রান্নার প্রিপারেশন গুলো চিনির সাথে খেলার ছলে মিলেমিশে করে -অনেক বড় একটা
ফাঁকা জীবনে তিয়াসা সব সময় প্রাণ ঢালার চেষ্টা করে চলেছে , কিন্তু কোথাও একটা
জায়গায় গিয়ে থামতে তো হয়ই -আর সেই জায়গাটা বড্ড বেশি যন্ত্রণার -চিনি অনেকটা
বোঝে বয়সের থেকে বাস্তবতার ছাপ তাকে অনেক বোঝদার করে তুলেছে -তিয়াসা সব সময়
বুঝিয়ে চলে –
মা রে আমাদের বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে -পায়ের তলার মাটি শক্ত হলে
-জীবনের বাজিতে তুই জিতবি -অনেক কথাই হয়ত সেভাবে বুঝতে পারেনা চিনি ,শুধু
মায়ের চোখের জল দেখে বুঝতে পারে -মায়ের খুব কষ্ট এটাও বোঝে আর পাঁচটা বন্ধুর
মত তার জীবনে বাবা মা দুজনে নেই ।
পাহাড় মেঘের স্বপ্ন গুলো তাই বন্দী থাকে জমা খাতায় -তিয়াসা বোঝায়
বন্ধ চোখে স্বপ্ন দেখিসনা মা -খোলা চোখে স্বপ্ন দেখ -আর সেই স্বপ্নকে ছিনিয়ে
নিতে শেখ -বাস্তবের মাটিতে পা রাখ আর উঁচু পাহাড়টাকে লক্ষ মনে করে স্থির লক্ষে
তাকিয়ে থাক ।

***********

24/06/2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here