
প্রয়াত পদ্মভূষণপ্রাপ্ত চিত্রপরিচালক মৃণাল সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর, মৃণাল সেনের মৃত্যু যেন চলচ্চিত্র জগতে এক মহিরুহের পতনের সমান।বার্ধক্য জনক অসুস্থতায় ভুগছিলেন তিনি, আজ সকালে তার ভবানীপুরের বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিকাগো থেকে ওনার ছেলে কুনাল সেন ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে ততদিন পর্যন্ত ওনার দেহ “পিস হাভেন” এ সংরক্ষিত রাখা হবে। ওনার প্রয়াণে ভারতীয় চলচিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।
Facebook Comments