গনেশ চতুর্থী মিটতে না মিটতেই বন্যায় ভাসতে হবে মুম্বাইবাসীকে~ বলছে আবহাওয়াবিদ রা

গনেশ চতুর্থী মিটতে না মিটতেই বন্যায় ভাসতে হবে মুম্বাইবাসীকে~ বলছে আবহাওয়াবিদ রা

ওয়েব ডেস্কঃ সম্ভবত, আগামি সপ্তাহেই আবার ডুবতে চলেছে বাণিজ্য নগরী । এমন ই আশঙ্কা করছেন আইআইটি মুম্বাই এর আবহাওয়া বিশেষজ্ঞরা। এই ব্যাপারে একমত মহারাস্ট্রের অন্যান্য আবহাওয়া অফিস গুলিও। গতকাল (২৪-৮-১৭) এ পাওয়া স্যাটেলাইট এর তোলা ছবি থেকে এটা স্পষ্ট যে মহারাষ্ট্রের আকাশে তুমুল ঘনীভূত মেঘের আগমনে ৭০ থেকে ২০০ মিলি অব্ধি বৃষ্টিপাত হওয়ার তীব্র সম্ভবনা। যার ফলে জলে ভাসবে সমগ্র মুম্বাই

যার ফলে অতীত এর মতো ভোগান্তিতে পড়তে চলেছেন মুম্বাইসহ সমগ্র মহারাষ্ট্রবাসী। বিশেষজ্ঞরা বলছেন আগামী ২৮ ও ২৯ তারিখের দিকে সবাইকে চোখ রাখতে। আসন্ন বিপদের জন্য আগে থেকে প্রস্তুত থাকতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here