Home খেলাধুলো ইন্দোরে রোহিত – বাহিনীর কাছে হার অশ্বিনদের

ইন্দোরে রোহিত – বাহিনীর কাছে হার অশ্বিনদের

ইন্দোরে রোহিত – বাহিনীর কাছে হার অশ্বিনদের

স্পোর্টস ডেস্ক~ কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন “হোম গ্রাউন্ড” ইন্দোরের হোলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কিংস ইলেভেনের ইনিংসের শুরুটা ভালোই করেছিল লোকেশ রাহুল,ক্রিস গেইল জুটি। ৬ওভারে ৫০ রান ওঠার পরে দলগত স্কোর ৫৪ রানের মাথায় ২০ বলে ২৪ রান করে লেগী মায়াঙ্ক মার্কান্ডের বলে জেপি ডুমিনির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল। ৪০ বলে ৫০ রান করে দলের ৮৮ রানের মাথায় বেঁধে কাটিংয়ের বলে আউট হন ক্রিস গেইল। এরপরেই কিছুটা ছন্দপতন ঘটে কিংস ইলেভেনের ইনিংসের।পরপর আউট হন যুবরাজ সিং (১৪ ), করুন নায়ার (২৩), অক্ষর প্যাটেল (১৩),মায়াঙ্ক আগরওয়াল (১১)। হার্দিক পান্ডিয়ার শেষ ওভারে ২১ রান তুলে দলের স্কোর ৬ উইকেটে ১৭৪ য়ে পৌঁছে দেন মার্কাস স্টোইনিস। ১৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন স্টোইনিস। ১টি করে উইকেট পান বুমরাহ,ম্যাকলেনাঘান,কাটিং,মার্কান্ডে,পান্ডিয়া।
Image result for mumbai vs kxip
১৭৫ রান তাড়া করতে গিয়ে অশ্বিন ,রাজপুত এবং মুজিবের বলে প্রথম ৭ ওভারে বেশ অসহায় দেখাচ্ছিল মুম্বাইয়ের ব্যাটসম্যানদের। প্রথম ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে মাত্র ৪০ রান তোলে মুম্বাই। মুজিবের বলে রাহুলকে ক্যাচ দিয়ে ১৩ বলে ১০ রান করে আউট হয়ে ফিরে যান এডিন লুইস। স্টোইনিসের বলে ৪২ বলে ৫৭ রান করে রাহুলের হাতে ক্যাচ আউট হন সূর্যকুমার যাদব। মুজিবের বলে সুইপে ৬ মারার পরের বলেই স্টেপ আউট করে মারতে গিয়ে মুজিবের “ক্যারম” বলে “বোকা বনে” গিয়ে বোল্ড হয়ে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ইশান কিশান। ১৩ বলে ২৩ রান করে অ‍্যান্ড্রু টাইয়ের “স্লোয়ারের” শিকার হন হার্দিক পান্ডিয়া। শেষ ২.৩ ওভারে ৪৫ রান তুলে ম্যাচের মোর ঘুরিয়ে দেন রোহিত ( ) এবং ক্রুনাল পান্ডিয়া (২৪*  ) । একওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেন রোহিতরা।এই ম্যাচে জেতার ফলে ৯ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট দাড়ালো ৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here