
ওয়েব ডেস্কঃ সয়য়ের ট্রেন চালাতে হবে সময়মতোই।না হলে প্রমোশন আটকে দিতে পারে সরকার। হ্যাঁ ঠিক এমন করা ভাষাতেই কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হল প্রত্যেকটি রেলের বিভাগীয় প্রধানদের কাছে। ট্রেন নির্ধারিত সময়ে না চলা ভারতীয় রেলের বহুদিনের পুরনো “রোগ”। ২০১৭-১৮ সালে সেই “রোগ” বৃদ্ধি পেয়েছে আরও ৩০%। ফলে যাত্রীদের মনে বাড়ছিল ক্ষোভও। রেলের নানা পরিষেবা নিয়ে সাধারন মানুষ অনেকদিন থেকেই অখুশি ছিলেন। এবার সেই সব ক্ষোভকেই প্রশমিত করতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Facebook Comments