আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ব্যাপারে আহ্বান জানিয়ে ছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন৷ এই বক্তব্যের কড়া নিন্দা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন অমর্ত্য সেনের মতো মানুষরা সবসময়েই সমাজকে ভুলপথে চালিত করেন। আগামী লোকসভা নির্বাচনে অ-বিজেপি এবং অসাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসুক বলে একদিন আগেই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল তাঁকে তীব্র আক্রমণ করল বিজেপি। “অমর্ত্য সেনের মতো বুদ্ধিজীবীরা বাস্তবের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না। তিনি চিরকালই বামপন্থী মতাদর্শে বিশ্বাস করে এসেছেন। অমর্ত্য সেন বলেছেন,সিপিএম ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। এর থেকে বড় সত্যিও আর কিছু হতে পারে না যে, অমর্ত্য সেনের মতো মানুষদের প্রাসঙ্গিকতা ক্রমশ বর্তমান বাংলায় কমে যাচ্ছে”, দলের একটি অনুষ্ঠানের মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে, বিজেপি সরকারের সমালোচনা করে অমর্ত্য সেন বলেছিলেন, মোট ৩১ শতাংশ ভোট ও অসৎ উদ্দেশ্য- এই দুই নিয়েই ২০১৪ সালে এই দেশের ক্ষমতায় এসেছিল বিজেপি।
অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ দিলীপ ঘোষের করা আক্রমণ নিয়ে জবাব দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সভাপতি পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অমর্ত্য সেনকে নিয়ে একটি কথা বলতে গেলেও তাঁর বইগুলো প্রথমে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে হয়”। পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “যাঁরা লাঠি হাতে নিয়ে মিছিল করেন, অমর্ত্য সেনের মতো প্রাজ্ঞ মানুষের সম্বন্ধে তাঁদের কোনও কথা না বলাই ভালো”।
এবার বিজেপির নিশানায় নোবেলজয়ী অমর্ত্য সেন….
Facebook Comments