
চিটফান্ডে টাকা রেখে ৫০ লক্ষ টাকা হারালেন যুবরাজ সিংয়ের মা শবনম সিং। পঞ্জি স্কিমে এক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন শবনম। ফেরত পেয়েছেন অর্ধেক টাকা।শবনমকে ৮৪ % বার্ষিক হারে রিটার্ন দেওয়ার কথা বলেছিল সাধনা এন্টারপ্রাইজ নামক এক চিটফান্ড সংস্থা। শুরুর দিকে নিয়মিত টাকা পেলেও কয়েক মাস যেতে না যেতেই বিপদ প্রকট হয়। পুলিশের দ্বারস্থ হন শবনম। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ইতিমধ্যে ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
Facebook Comments