Home আপডেট Nawshad at Diamond Harbor: পুলিশ ডাকতে এলে কম্বল নিয়ে বাড়ি থেকে বেরোবেন, তার পর আমরা বুঝে নেব: নওসাদ

Nawshad at Diamond Harbor: পুলিশ ডাকতে এলে কম্বল নিয়ে বাড়ি থেকে বেরোবেন, তার পর আমরা বুঝে নেব: নওসাদ

Nawshad at Diamond Harbor: পুলিশ ডাকতে এলে কম্বল নিয়ে বাড়ি থেকে বেরোবেন, তার পর আমরা বুঝে নেব: নওসাদ

[ad_1]

পুলিশ বাড়িতে ডাকতে এলে সঙ্গে একটা কম্বল নিয়ে বেরোবেন। রবিবার ডায়মন্ড হারবারে দলীয় কর্মিসভায় এই নিদান দিলেন ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি। তিনি বলেন, পুলিশ কোনও কর্মীকে গ্রেফতার করলে জামিন করাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।

আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন নওসাদ। সেই ডায়মন্ড হারবার যেখানকার ২ বারের সাংসদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেখানে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে নওসাদ বলেন, ‘এই সভায় এসেছেন বলে শীতের রাতে পুলিশ ডিসটার্ব করতে পারে। পুলিশ বাড়িতে এলে পিছনের দরজা দিয়ে পালাবেন না যেন। কাপুরুষরা পালায়। পুলিশকে বলবেন, একটু দাঁড়ান। তার পর ঘর থেকে কম্বলটা নিয়ে বেরোবেন। আর পরিবারকে বলবেন, আধার আর ভোটার কার্ডের জেরক্সটা যেন আমাদের পাঠিয়ে দেয়। ডায়মন্ড হারবার আদালতে পুলিশ আপনাকে পেশ করার আগে আমাদের আইনজীবী সেখানে হাজির থাকবেন।’

নওসাদ আরও বলেন, ‘ডায়মন্ড হারবার আদালত জামিন না দিলে আলিপুর আদালত দেবে। সেখানেও জামিন না হলে হাইকোর্টে যাব। হাইকোর্টে জামিন না হলে সুপ্রিম কোর্টে যাব। কিন্তু জামিন করিয়ে ছাড়ব’।

নওসাদের হুঁশিয়ারি জামিন করিয়ে ছাড়ব না, ‘ভুয়ো মামলা তো একদিন খারিজ হবে না কি? যে আমার ভাইয়ের নামে কেস দিয়েছে তার বিরুদ্ধে মানহানির মামলা করব। যদি সে গরিব মানুষ হয় তাহলে দেওয়ানি মানহানির মামলা করব, যাতে আর্থিক জরিমানা হয়। আর বড়লোক হলে ফৌজদারি মামলা করব, যাতে জেল খাটে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here