Home অফ-বিট নিউজিল্যান্ডের ট্যুরিজমের প্রসারে নতুন ক্যাম্পেন “গেট এন অন দা ম্যাপ”

নিউজিল্যান্ডের ট্যুরিজমের প্রসারে নতুন ক্যাম্পেন “গেট এন অন দা ম্যাপ”

নিউজিল্যান্ডের ট্যুরিজমের প্রসারে নতুন ক্যাম্পেন “গেট এন অন দা ম্যাপ”

ওয়েব ডেস্ক~ ইচ্ছাকৃত হোক বা ভুলবশতঃ নিউজিল্যান্ডকে বারেবার মুছে ফেলা হচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে!! এবার  নিউজিল্যান্ডের ট্যুরিজমের প্রসারে এক অভিনব ২.৫ মিনিটের ভিডিও তৈরি করেছে সে দেশের টুরিজম বিভাগ। দেশের প্রধানমন্ত্রী জাচিন্দা আরর্ডান এবং রিয়াস ডার্বিকে (প্রখ্যাত কমেডিয়ান) দেখা গেছে এই ভিডিওতে। যেখানে রীতিমতো অভিনব কায়দায় কিউয়ী টুরিজমের প্রচার সেরেছেন ডার্বি।

ভিডিওতে দেখানো হয়েছে বিশ্ব মানচিত্রে নিউজিল্যান্ডকে “উধাও” করে দেওয়া হয়েছে। সেখানেই ডার্বি উপস্থাপনা করেছেন ষড়যন্ত্রের তথ্য। ভিডিওতে তার অভিমত কিউয়ীদের “টুরিস্ট চুরির” এটা অজিদের কৌশল হতে পারে,কিউয়ীদের ওয়াইন ইন্ডাস্ট্রিকে “ভয়” পেয়ে ফরাসিরা এই কাজ করে থাকতে পারেন। এভাবেই অভিনব কায়দায় অন্যান্য দেশের সঙ্গে নিজের দেশের ভাল দিকগুলো তুলনা করে নিউজিল্যান্ডের ট্যুরিজমের প্রচার সেরেছেন এই ভিডিওর মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here