ওয়েবডেস্কঃ মোদী শাসিত রাজ্য ভুজ- এর অধ্যাপকের মুখ কালিমালিপ্ত হল শাসকদলের ছাত্র সংগঠনের এবিভিপি দ্বারা । মঙ্গলবার ক্রান্তিগুরু শ্যামজি কৃষ্ণ ভার্মা কচ্ছ বিশ্ববিদ্যালয়ে সেনেট নির্বাচনকে কেন্দ্র করেই বাধে গণ্ডগোল। বিশ্ববিদ্যালয় চত্তরের মধ্যেই গিরিন বক্সি নামে অধ্যাপকের মুখে কালি মাখানো হয়। শাসকদলের ছাত্র সংগঠন এবিভিপি এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। মুখে মাখানো কালিতে বিপজ্জনক রাসায়নিক থাকায় স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পরড়েন অধ্যাপক গিরিন বক্সি। সাথে সাথেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রসিন জাদেজা জানিয়েছেন, ক্লাস চলাকালীন সময়েই আক্রমন চালায় এবিভিপির সমর্থকরা । অভিযোগ, অধ্যাপক গিরিন বক্সির কাছে পূর্বেই সেনেট নির্বাচনকে সামনে রেখে শাসক দলের সমর্থকরা আবেদন পত্র জমা করে। এবিভিপির আরও অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে অধ্যাপক গিরিন বক্সি নির্দিষ্ট কিছু ফর্ম বাতিল করেন,যদিও তার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। উপরন্তু, যেসব আবেদন পত্র বাতিল করা হয়েছে, তা মূলত আইন অনুযায়ী বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়।উপাচার্য চন্দ্রসিন জাদেজা আরও জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল ৪.৩০মিনিট নাগাদ সকলকে নিয়ে একটি শুনানি-বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু তার আগেই শাসক দলের এবিভিপি হামলা চালায় এবং অধ্যাপক বক্সিকে মারধর ও সমস্ত মুখে ও গায়ে বিষাক্ত কালি মেখে দেয়। ইনস্পেক্টর ইন চার্জ বিক্রম কোঠিয়া জানিয়েছেন, অভিযুক্ত এবিভিপি ও বাকি দলীয় সমর্থকদের গ্রেফতার করেছেপুলিশ । ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩৩২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুজ বি ডিভিশন পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গার ও নাশকতার অভিযোগও দায়ের করেছে ভুজ পুলিশ।