
বিকাল ৫টা বেজে ৫ মিনিটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।মৃত্যুকালে বয়েস হয়েছিল ৯৩। শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল শেষ কয়েকদিন ধরেই। শেষ ২ মাস ধরে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি।বুধবার রাত থেকেই শারীরিক অবনতির কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ব্যস্ততার মাঝেও এইমসে প্রায় ৪০ মিনিট কাটান ডাক্তারদের সঙ্গে বিভিন্ন আলোচনায়। বুধবার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল খুবই সঙ্কটজনক প্রাক্তন প্রধানমন্ত্রী। এইমসে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। রাতে উপস্থিত হয়েছিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও। আশা-আশঙ্কার দোলাচলের মাঝেই এল সেই খারাপ খবর। স্বাধীনতা দিবসের পরের দিনই ভারত হারালো প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার আরেক কৃতী ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ীকে। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই ভারত হারিয়েছিল প্রাক্তন এবং লোকসভার প্রথম বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে ভারতীয় রাজনীতি ‘অভিভাবক হিন’ হল।