Home শিক্ষা ও কেরিয়ার জেনে নিন,বিশ্বের কিছু অদ্ভুত পেশা যা নজর কাড়ছে তরুণ প্রজন্মের……

জেনে নিন,বিশ্বের কিছু অদ্ভুত পেশা যা নজর কাড়ছে তরুণ প্রজন্মের……

জেনে নিন,বিশ্বের কিছু অদ্ভুত পেশা যা নজর কাড়ছে তরুণ প্রজন্মের……

এথিক্যাল হ্যাকিং…

যদি কম্পিউটিং, সিকিউরিটি, নেটওয়ার্কিং আপনার প্যাশন হয়, তবে আপনাকে কেউ একজন ভালো হোয়াইট হ্যাট হ্যাকার হওয়া থেকে থামাতে পারবে না। সত্যি বলতে পেছনের কয়েক বছর ধরে এথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাট হ্যাকারের চাহিদা অনেক বেড়ে গেছে। এথিক্যাল হ্যাকার প্রত্যেকটি সিস্টেমকে খতিয়ে দেখে এবং ম্যালিসিয়াস হ্যাকারের মতোই সিস্টেমটিতে অ্যাটাক চালায়, এবং কোন সমস্যা খুঁজে পেলে সেটি ফিক্স করে দেয় অথবা কোম্পানি বা সরকারকে সমস্যাটি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, যাতে সেটি যতো দ্রুত সম্ভব ফিক্স করা সম্ভব হয়।

হরোলজি…

ঘড়ি দেখলেই শুধু হবে? এবার শিখুন ঘড়ি নির্মাণ বিদ্যা বা হরোলজি৷ ক্রমশ চাহিদা বাড়ছে এই কোর্সের৷ তিন বছরের কোর্সে সঠিক প্রশিক্ষণ নিয়ে আপনি হয়ে উঠতে পারেন ঘড়ি নির্মাণ প্রশিক্ষক৷ মানুষকে সঠিক সময় জানাতে গেলে আপনাকে যোগ্য সময়ে যোগ্যতা অর্জন করতে হবে বইকি!

ইয়ট বিজ্ঞান…

শুধু পার্টি নয়, বিশ্বের বিখ্যাত ইয়ট নির্মাণের পিছনে কাজ করে বিজ্ঞান৷ আর তার জ্ঞান রীতিমতো পড়াশুনা করে অর্জন করতে হয়৷ ইয়ট অপারেশনের কোর্স করে হয়ে উঠুন ইয়ট নির্মাতা৷ এই কোর্সের চাহিদা বিদেশে বাড়ছে৷

ডেয়ারি ফার্ম তৈরি…

বিভিন্ন দেশে ডেইরি ফার্ম কোর্সটি ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে৷ এই ফার্ম তৈরি সম্পর্কে পড়াশোনা করে আপনিও পারেন এ খাত থেকে আয় করতে। ভারতেও এখন সফল ডেইরি ফার্মের সংখ্যা অনেক। দিন দিন এর চাহিদা ও বাজার বাড়ছে। একদিকে যেমন এ থেকে আদর্শ খাবার হিসেবে দুধ, আমিষের চাহিদা মেটাতে মাংস এবং জ্বালানি হিসেবে গোবর ও জৈব সার পাওয়া যাবে, তেমনি অন্যদিকে এ খাত থেকে বেশ ভালো আয় করাও সম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে অল্পবিস্তর জ্ঞান থাকতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো প্রতিষ্ঠান থেকে স্বল্প বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিলে।

সার্কাস শিক্ষা…

সাধারনত সার্কাসে বিভিন্ন শিল্পীরা নানা কসরত আয়ত্তে আনেন এবং একে পেশা হিসেবে নিয়ে মানুষকে আনন্দ দিয়ে থাকেন। তবে যারা ভাবছেন সার্কাস বিষয়ে ডিগ্রি নেবেন, তাদের জন্য সুখবর যে- ব্রিটেনের সরকার -লন্ডনে সার্কাসের অন্যতম কেন্দ্র- সার্কাস স্পেইসকে -সরকারী ভাবে স্বীকৃতি দিয়ে -একটি ন্যাশনাল সেন্টার ফর সার্কাস আর্টস প্রতিষ্ঠা করেছে- যেখান থেকে এ বিষয়ে ডিগ্রি দেয়া হচ্ছে। ভেবে দেখতে পারেন কিন্তু!

আর্কটিক ইঞ্জিনিয়ারিং…

উত্তর মেরু মানুষের কাছে এক রহস্যময় জগৎ। সেখানে আকাশে থাকে অদ্ভূত রঙের অরোরা আর বছরের দীর্ঘ সময়ব্যাপী চলে আলো-অন্ধকারের খেলা। বরফের তৈরি ঈগলুতে এ এলাকার অধিবাসীরা বাস করে। কিন্তু কেন তারা বাস করে প্রচণ্ড ঠাণ্ডা আর বরফের মধ্যে? কীভাবে পারে তারা? প্রশ্ন আসে বইকি৷ আর সেই সব প্রশ্নের উত্তর দেন আর্কটিক ইঞ্জিনিয়াররা৷ যারা এই সব বিষয় নিয়ে বিস্তর পড়াশুনা করে জ্ঞান অর্জন করেছেন৷ পেশা হিসেবে এই কোর্সের অবদান বেশ উল্লেখযোগ্য৷

সার্ফ প্রশিক্ষণ…

ছোট্ট বোর্ড নিয়ে সাগরে ভেসে থাকা তো চাট্টিখানি কথা নয়। সেই কাজই করে দেখান সার্ফাররা৷ সেই সার্ফিং কিন্তু একটা বিজ্ঞান, যা রীতিমতো শিখতে হয়৷ এই খেলার শেখার কোর্স করে প্রশিক্ষক হয়ে উঠুন আপনি৷ দিনে দিনে এর চাহিদা বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে৷

কমিক আর্ট…

কমিকস নিয়ে প্রশ্নের আর কৌতুহলের যেমন শেষ নেই, তেমনই শেষ হয় এর জনপ্রিয়তার৷ শুনতে মজার লাগলেও কমিক আর্ট শেখা কিন্তু ততটাই কঠিন৷ মজা করতে করতে পড়ে ফেলা যাবে এই কোর্স, সেটা ভাবলে কিন্তু ভুল করবেন৷ তবে কমিকস যদি আপনার প্রাণ হয়, তবে এই পেশায় দক্ষ হয়ে ওঠা কোনও ব্যাপারই হবে না আপনার কাছে৷

ইজিপ্টোলজি…

মিশর সম্পর্কে আগ্রহী? সেখানকার ইতিহাস সম্পর্কেও? তাহলে আপনাকে জানতেই হবে হিয়োগ্লাফিক৷ আর সেই হিয়োগ্লাফিকের হিজিবিজি উদ্ধার করতে গেলে লাগবে ইজিপ্টোলজি৷ তাই এই কোর্স করতে পারে৷ হয়ে উঠতে পারেন মিশর বিশারদ৷

বেকিং টেকনোলজি…

না না, নিছক রান্না বান্না নয়৷ এ হল বেকিং টেকনোলজি ৷ তবে হ্যাঁ, রান্না সম্পর্কে আগ্রহ থাকবে হবে৷ তাই পেশা হিসেবে বেছে নিতেই পারেন ভিন্ন স্বাদের এই বেকিং টেকনোলজিকে৷

শিশুর দেখভাল…

কর্মরতা মায়ের সংখ্যা দিন দিন বাড়ছে৷ নিউক্লিয়ার ফ্যামিলিতে নেই ঠাকুমা- পিসিদের আশ্রয়ে বেড়ে ওঠার সুযোগ৷ তাই অগত্যা ভরসা ন্যানি৷ বাচ্চাদের দেখভালে প্রশিক্ষিত পরিচারিকা৷ অবশ্য এই বিদ্যা শিখতে গেলেও আপনাকে করতে হবে কোর্স৷

পুতুল নাচ প্রশিক্ষণ…

পুতুলনাচ লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম। ইংরেজিতে একে বলা হয় পাপেট, পাপেট্রি, পাপেট শো বা পাপেট থিয়েটার। পৃথিবীর বিভিন্ন দেশে পুতুলনাচ একটি পুরাতন শিল্পকলা হিসেবে পরিচিত। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এই শিল্প৷ বাড়ছে এর শিল্পীদের কদর৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here