Home আপডেট মোবাইলের বাজারকে সরগরম করতে “ঠান্ডা যুদ্ধ” ওয়ানপ্লাস এবং হনরের…

মোবাইলের বাজারকে সরগরম করতে “ঠান্ডা যুদ্ধ” ওয়ানপ্লাস এবং হনরের…

মোবাইলের বাজারকে সরগরম করতে “ঠান্ডা যুদ্ধ” ওয়ানপ্লাস এবং হনরের…

ওয়েব ডেস্কঃ  ভারতীয় মোবাইলের বাজারকে সরগরম করতে “ঠান্ডা যুদ্ধ” শুরু হল ওয়ানপ্লাস এবং হনরের মধ্যে।  হনরের ৩২,৯৯৯ টাকার হনর-১০ বাজারে আসতেই তুল‍্যমূল‍্য লড়াই শুরু হয়েছে হনর -১০ এবং ওয়ানপ্লাস-৬’র । সেখানে ওয়ান প্লাসের দাম ধার্য‍্য হয়েছে ৩৫,০০০ টাকা।আসুন একনজরে দেখে নিন ২টি ফোনের গুরুত্বপূর্ণ ফিচারগুলো।

ওয়ান প্লাস -৬ :-
oneplus 6 rear 2
৮৩.৮% স্ক্রিন স্পেসিফিকেশন, গোরিলা গ্লাস-৫ কভার সহ ৩টি আলাদা আলাদা রংয়ে পাওয়া যাবে এই ফোন। ৬ও৮জিবি র‍্যাম এবং ৬৪ও১২৮
জিবি স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। অক্সিজেন ওএস১০,৩৩০০ এমএইচজেড ব‍্যাটারি,৩.৫ এমএম হেডফোন জ‍্যাক রয়েছে ওয়ানপ্লাস-৬’এ।

হনর-১০:-
honor 10 back
হনর-১০ স্ক্রিনে আছে ১৫ টি লেয়ারের ৩ডি গ্লাস প‍্যানেল যা “অরোরা” এফেক্ট তৈরি করেছে। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের এই ফোন। ইএমইউওয়াই ৮.১ ওস,৩.৫ এম এম হেডফোন জ‍্যাক ,৩৪০০ এমএএইচ ব‍্যাটারি রয়েছে এই ফোনটিতে।