Home খেলাধুলো ক্রিকেটের ঐতিহাসিক “টুয়েলভ” ব্যাটসম্যান হিসেবে ব্যাট করা একমাত্র ক্রিকেটারের জীবনাবসান

ক্রিকেটের ঐতিহাসিক “টুয়েলভ” ব্যাটসম্যান হিসেবে ব্যাট করা একমাত্র ক্রিকেটারের জীবনাবসান

ক্রিকেটের ঐতিহাসিক “টুয়েলভ” ব্যাটসম্যান হিসেবে ব্যাট করা একমাত্র ক্রিকেটারের জীবনাবসান

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বক্রিকেটের ইতিহাসে বিভিন্ন বিরল ঘটনার সাক্ষী থেকেছে দুনিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এমনকি আম্পায়ারিং বিভিন্ন ক্ষেত্রে যেমন ট্রাডিশনাল রেকর্ডের সাক্ষী থেকেছি আমরা তেমনই নানা বিরল রেকর্ড এবং কৃতিত্ব ও হতে দেখা গেছে ক্রিকেটের ময়দানে। তা সে চ্যাপেলদের “আন্ডার আর্ম” বোলিং হোক কিংবা রবি শাস্ত্রী, যুবরাজের এক ওভারে ৬বলে ৬ টি ছক্কা। আবার এড জয়েস, ডার্ক ন্যানেস,ওয়েন মর্গান,লুক রন্চিরা যেমন দুটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে খেলেছেন ,তেমনি ওয়াসিম জাফর,প্রজ্ঞান ওঝা,জাহির খানেদের মতন “কিংবদন্তি”রা খেলেছেন ঘরোয়া ক্রিকেটে ভিন্ন ভিন্ন দলের হয়ে।

Image result for prem bhatia cricketer
বিশ্বক্রিকেটের ইতিহাসে সবচেয়ে “রেয়ার” রেকর্ডের মালিক হলেন প্রেম ভাটিয়া। সম্প্রতি ইরানী ট্রফিতে আমরা দেখেছি ৪০ বছর বয়সী ওয়াসিম জাফরকে দ্বিশতরান করে তাক লাগিয়ে দিতে। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া ইরানী ট্রফিতে এরকম নানা ইতিহাসের সাক্ষী থেকেছে ক্রিকেট প্রেমীরা।

 

সালটা ১৯৬০ প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে ইরানী ট্রফির ম্যাচ। প্রতিপক্ষ সেবারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল রেস্ট অফ ইন্ডিয়া দিল্লির মাঠে। রেস্ট অফ ইন্ডিয়ার অধিনায়ক ৪৮ বছর বয়সী লালা অমরনাথ সেই ম্যাচে বোলিং এবং ফিল্ডিং করলেও ব্যাটিং করতে তার জায়গায় পাঠিয়ে দেন টুয়েলভ ম্যান প্রেম ভাটিয়া কে। অমরনাথের আস্হার পূর্ন মর্যাদা দিয়ে ওই ম্যাচে দু ইনিংসে ২২ এবং ৫০ রান করেন ভাটিয়া। সেই ম্যাচে মুম্বাই প্রথম ইনিংসে লিড নেওয়ার ফলে ম্যাচ জিতেছিল। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে ৩১.৩১ গড়ে ৫৫ ম্যাচে ২৫৪৩ রান করা প্রেম ভাটিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৭৮ বছর বয়সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here