Home ভুঁড়িভোজ ওরিও কাস্টার্ড – রেসিপি

ওরিও কাস্টার্ড – রেসিপি

ওরিও কাস্টার্ড  – রেসিপি

ঝটপট মজাদার খাবারে মিষ্টিমুখ করতে চান? তাহলে জেনে নিন একদম ভিন্নধর্মী একটি রেসিপি।  ওরিও কাস্টার্ড  খাবারটি দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অসধারন । বাচ্চাদের খুব পছন্দের এই খবারটি এবং স্বাস্থ্যকর।  আজ এই রেসিপি রইল  আপনাদের জন্য ।

উপকরণ

  • ওরিও কুকিজ- ১ প্যাকেট
  • স্ট্রবেরি জেলি
  • চিনি
  • গুঁড়ো দুধ -আধা কাপ
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • কন্ডেন্সড মিল্ক
  • মাখন
  • ভ্যানিলা এসেন্স
  • ডিম ১ টি

প্রণালী 

ওরিও কুকিজ  ভেঙ্গে গুঁড়ো করে নিন।

 

কাস্টার্ড এর জন্য জল ও চিনি গ্যাসে বসিয়ে দিন ।

 

অন্য একটি বাটিতে গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার,মাখন ,ডিম ও ভ্যানিলা এসেন্স  উষ্ণ জল  দিয়ে  মিশিয়ে বিট করে নিন  ।

 

গ্যাসের আঁচ কমিয়ে মিশ্রণটি বসিয়ে দিন ।

বারবার নাড়তে থাকুন যাতে নিচে লেগে না যায় ।

একটু ঘন হলে নামিয়ে নিন ।

কাচের গ্লাসে অল্প কাস্টার্ড ঢেলে ঠাণ্ডা হলে  ফ্রিজে রেখে দিন সেট হবার জন্য।

কিছুক্ষণ  পর কাস্টার্ড সেট হলে  – এর ওপর  চকলেট সিরাপ দিয়ে আবার ফ্রিজে রেখে দিন ।

 

এবার স্ট্রবেরি জেলিতে  একটু জল দিয়ে কম আঁচে গ্যাসে বসিয়ে দিন ।

 

আপনারা ইচ্ছা করলে অন্য ফ্লেবারও নিতে পারেন ।

কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে কাস্টার্ড- এর ওপর ঢেলে আবার ফ্রিজে রেখে দিন।

ঘণ্টা খানেক  পর ফ্রিজ থেকে বের করে  ওরিও গুঁড়োর  লেয়ার করে দিন।

এভাবে আবার কাস্টার্ড, চকলেট সিরাপ , জেলি ও ওরিও দিয়ে লেয়ার  করে দিন।

ঠাণ্ডা হবার জন্য ফ্রিজে রেখে দিন ।

তৈরি আপনার ওরিও কাস্টার্ড  

বিভিন্ন রং – এর জেমস ওপরে ছড়িয়ে পরিবেশন করুন ওরিও কাস্টার্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here