Home শিক্ষা ও কেরিয়ার অনুষ্ঠিত হল ২০১৮ ওভারসিজ এডুকেশান ফেয়ারের কার্টেনরেজার

অনুষ্ঠিত হল ২০১৮ ওভারসিজ এডুকেশান ফেয়ারের কার্টেনরেজার

অনুষ্ঠিত হল ২০১৮ ওভারসিজ এডুকেশান ফেয়ারের কার্টেনরেজার

বিদেশে উচ্চশিক্ষার জন্য জেতে চান। পড়াশোনা শেষে ছেলে বা মেয়েকে কোন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মোটা মাইনের “হোয়াইট কলার” চাকরি করতে দেখতে পাওয়া কি আপনার মনের সুপ্ত বাসনা? হ‍্যা আপনার এই সুপ্ত ইচ্ছাকে বাস্তবের রুপ দিতেই ব্রতী হয়েছে এসসি ওভারসিজ কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সকল সদস‍্যরা। এই উদ‍্যেশ‍্যেই কলকাতার বুকে ২৩ শে জুন সকাল ১১:৩০-৪:৩০ পর্যন্ত ললিত গ্রেট ইস্টার্নে অনুষ্ঠিত হবে ওভারসিজ এডুকেশান ফেয়ার। যেখানে বিদেশে পড়াশোনা করার যাবতীয় খুঁটিনাটি বিষয় আপনি জানতে পারবেন। সম্প্রতি সেই উদ‍্যেশেই শহরের এক পাঁচতারা হোটেলে হয়ে গেল কার্টেন রেজার অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাথন ওয়ার্ড (প্রিন্সিপাল কমার্শিয়াল অফিসার,ইউএস কনসুলেট জেনারেল কলকাতা), সুজয় চৌধুরী (ডাইরেক্টর,ওসিএস)। প্রসঙ্গত উল্লেখ্য ১৫ বছরের ও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এসসি ওভারসিজ কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের  (ওসিএস) মাধ‍্যমে বেশ কয়েক হাজার ছাত্র-ছাত্রী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর,ইংল্যান্ড, সাইপ্রাসে পড়াশুনা শেষ করার দেশে বা বিদেশে মাল্টিন‍্যাশনাল কোম্পানির উচ্চপদে আসীন।

জোনাথন ওয়ার্ড প্রথমেই ওসিএসের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে জানান ” গ্লোবালাইজেশনের যুগে শিক্ষা হল এক বিরাট সমুদ্রের মতন।যারা বাইরে যাচ্ছেন উচ্চশিক্ষার জন‍্য তারা সমাজের এক বড় অ‍্যাসেট,সোসাইটিতে যেকোনো বড় সংস্কার এনে সোসাইটিকে সামনের দিকে এগিয়ে যেতে এরাই বড় ভূমিকা নেবে।”

অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে ওসিএসের ডাইরেক্টর জানান ” কলকাতা থেকে পথচলা শুরু করা ওসিএসই দেশের প্রথম যারা ১৫ বছরের বেশি সময় ধরে যেকোন মেধাবী ছাত্র ছাত্রীকে বিদেশে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করার স্বপ্নকে বাস্তবিয়িত করেছে এবং ভবিষ্যতেও করবে। ২৩ শে জুনের ওভারসিজ এডুকেশান ফেয়ারে বিদেশের ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বিভিন্ন চাকরিমুখী কোর্সের বিশদে জানাবে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে। শুধু ভারত নয়,প্রতিবেশী বাংলাদেশ,নেপাল, ভুটানের বহু ছাত্র ছাত্রীরা ওসিএসের উপর বছরের পর বছর ভরসা রেখেছে। তাদের সেই  ভরসাকে সম্মান জানিয়ে আমরা এইসব জায়গাতেও আমাদের অফিস খোলার ব‍্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। প্রত‍্যেক স্টুডেন্টকে ওসিএস বিনামূল্যে কাউন্সেলিংয়ের ব‍্যবস্থা করে।ছাত্রসমাজকে সঠিক প্রতিষ্ঠান বেছে নিয়ে জীবনে প্রতিষ্ঠা দানের উদ‍্যেশ‍্যে ওসিএস বদ্ধপরিকর।”