Home আপডেট পাকিস্তানের তালিবান নেতা মোল্লা রেডিও খতম…

পাকিস্তানের তালিবান নেতা মোল্লা রেডিও খতম…

পাকিস্তানের তালিবান নেতা মোল্লা রেডিও খতম…

ওয়েব ডেস্কঃ পাকিস্তানের তালিবান নেতা মোল্লা রেডিও ওরফে ফজলুল্লাহকে ড্রোন হামলায় খতম করেছে মার্কিন সেনা। বুধবার কুনার এলাকায় এক তল্লাশি অভিযানের সময় ড্রোন হামলা করা হয়েছিল পাক–তালিবান সন্ত্রাসবাদীদের ডেরায়। সেই হামলাতেই নিকেশ করা হয়েছে ফজলুল্লাহকে। সে পাকিস্তানের তেহরিক–ই–তালিবানের (‌টিটিপি)‌ প্রধান ছিল। দীর্ঘদিন ধরে তার ওপরে নজর রাখা হচ্ছিল।

শুক্রবার এমনটাই জানিয়েছেন মার্কিন সেনার এক আধিকারিক। এই ফজলুল্লাহই নোবেলজয়ী মালালা ইউসুফজাই–কে খুনের চেষ্টা করেছিল। তারপরে মার্চ মাসে আমেরিকার পক্ষ থেকে মোল্লা ফজলের মাথার দাম ঘোষণা করা হয় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার। যদিও এর আগে চারবার তার মৃত্যু নিয়ে গুজব রটেছে। তার বয়স হয়েছিল আনুমানিক ৪৪ বছর। রেডিও মোল্লা নামে কুখ্যাত হওয়ার কারণ হল, একটা সময়ে দীর্ঘদিন রেডিও সন্ত্রাসবাদের সমর্থনে বক্তৃতা দিত সে। অনেক অনুগামীও তৈরি করে ফেলেছিল ফজলুল্লাহ।