Home আপডেট Park circus bazar: জরাজীর্ণ অবস্থা পার্ক সার্কাস বাজারের, কিন্তু কেন আটকে যাচ্ছে সংস্কার?

Park circus bazar: জরাজীর্ণ অবস্থা পার্ক সার্কাস বাজারের, কিন্তু কেন আটকে যাচ্ছে সংস্কার?

Park circus bazar: জরাজীর্ণ অবস্থা পার্ক সার্কাস বাজারের, কিন্তু কেন আটকে যাচ্ছে সংস্কার?

[ad_1]

জরাজীর্ণ অবস্থা পার্ক সার্কাস বাজারের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত শোচনীয় অবস্থায় রয়েছে পাক সার্কাস বাজারের বিল্ডিং। এই অবস্থায় সার্কাস বাজারটিকে সংস্কার করতে চাইছে কলকাতা পুরসভা। তবে এর জন্য পুরো বিল্ডিং ভেঙে সংস্কারের পরিকল্পনা রয়েছ পুরসভার। তার জন্য বাজারের ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে পার্কসার্কাস ময়দান সংলগ্ন এলাকায়। তাই নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ব্যবসায়ীরা মোটেই সেখান থেকে সরতে রাজি হচ্ছেন না। ফলে সংস্কারের কাজ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বহু বছরের পুরনো এই বাজারে রয়েছে প্রায় ৫০০ টি দোকান। সেখানে মুদির দোকান থেকে শুরু করে মাছ, সবজির ব্যবসা চলে। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন বাজার সংস্কারের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু, ব্যবসায়ীদের আন্দোলবের জেরে শেষে সেই চুক্তি বাতিল হয়ে যায়। ফলে দীর্ঘ দশক ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে পার্ক সার্কাস বাজার। অবস্থা এতটাই খারাপ যে গত বছর বাজারের বিল্ডিংয়ের চাঙড় ভেঙে আহত হয়েছিলেন এক ক্রেতা। এরপরেই পুর ইঞ্জিনিয়াররা বাজার খতিয়ে দেখেন। তাদের বক্তব্য, সংস্কার করতে গেলে পুরো বিল্ডিং ভেঙে ফেলে সংস্কার করতে হবে। তারপরে এই বাজার সংস্কারের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। 

তার জন্য সেখানকার ব্যবসায়ীদের জানানো হয়, পার্ক সার্কাস ময়দান এলাকায় ব্যবসায়ীদের অস্থায়ী দোকান করে দেওয়া হবে। সেখানে তারা ব্যবসা করবেন। দু বছরের মধ্যে সংস্কারের কাজ শেষ করে ব্যবসায়ীদের আবার পুনর্বাসন করা হবে। তবে পুরসভার এই সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না ব্যবসায়ীরা। তাতেই সমস্যা তৈরি হয়েছে। ব্যবসায়ী সমিতির বক্তব্য, গত দুবছর করোনা থাকার জন্য তারা ব্যবসায় প্রচুর মার খেয়েছেন।

 এই অবস্থায় পার্ক সার্কাস ময়দানে উঠে গেলে সেখানে ব্যবসা ভালো হবে না। তাছাড়া কবে সংস্কারের কাজ শুরু হবে, কবে শেষ হবে? তা নিয়েও সংশয় রয়েছে। শুধু তাই নয়, সংস্কারের পর সকলে দোকান পাবেন কিনা সেই বিষয়টি নিয়েও সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি, দু দফা সংস্কার করতে হবে। যদিও পুরসভার বক্তব্য, পুরো বিল্ডিংটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে ফলে এভাবে ধাপে ধাপে কাজ করা সম্ভব নয়। তাতে সমস্যা হতে পারে। একইসঙ্গে এরকম চলতে থাকলে প্রয়োজনে ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না বলেও জানিয়েছে কলকাতা পুরসভা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here