Home আপডেট ক্রমশ বাড়ছে জ্বালানির দাম, “আচ্ছে দিন…” এর কোপে আবার সাধারণ মানুষ~

ক্রমশ বাড়ছে জ্বালানির দাম, “আচ্ছে দিন…” এর কোপে আবার সাধারণ মানুষ~

ক্রমশ বাড়ছে জ্বালানির দাম, “আচ্ছে দিন…” এর কোপে আবার সাধারণ মানুষ~

এক লাফে আকাশ ছুঁল ডিজেল ও পেট্রলের দাম. গত শুক্রবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ছিল ৭৬.৭৮ টাকা, যা ছিল গত ৫৫ মাসের সর্বোচ্চ দর। তবে শনিবার সেই দামের সঙ্গে যুক্ত হল আরও তেরো পয়সা, দাম বেড়ে পৌঁছল ৭৬.৯১ টাকায়। ডিজেলের দাম ৬৮.০১ টাকা। শুধু কলকাতা নয়, সারা দেশেই দাম বেড়েছে ডিজেল ও পেট্রলের

Image result for petrol diesel price hike

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বই, চেন্নাই ও দিল্লিতে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে  ৮১.৯৩ টাকা, ৭৬.৮৫ টাকা ও ৭৪.০৮ টাকা।

এর মধ্যে দিল্লির মূল্যবৃদ্ধি সর্বোচ্চ। ভেঙেছে গত সাড়ে চার বছরের রেকর্ড। শেষবার ২০১৩ সালের সেপ্টেম্বরে রাজধানীতে পেট্রলের মূল্য বেড়ে  দাঁড়িয়েছিল ৭৪.১০ টাকায়। তার পর থেকে আর কখনওই দাম এত বাড়েনি। কেবল পেট্রল নয়, ডিজেলের দামও বেড়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৮.০১ টাকা, ৬৫.৩১ টাকা, ৬৯.৫৪ টাকা ও ৬৮.৯০ টাকা।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন বিশ্বের বাজারে তেলের দাম অনুসারে এই দাম নির্ধারণ করেছে বলে খবর৷ ২০১৭ সালের ১৬ জুন থেকে এই নিয়ম কার্যকরী হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here