Home আপডেট Poster against Dev: ‘প্রতিশ্রুতি দিয়েও ৫০ লক্ষ টাকা দেননি দেব’ BJP-র লাগানো পোস্টারে শোরগোল ঘাটালে

Poster against Dev: ‘প্রতিশ্রুতি দিয়েও ৫০ লক্ষ টাকা দেননি দেব’ BJP-র লাগানো পোস্টারে শোরগোল ঘাটালে

Poster against Dev: ‘প্রতিশ্রুতি দিয়েও ৫০ লক্ষ টাকা দেননি দেব’ BJP-র লাগানো পোস্টারে শোরগোল ঘাটালে

[ad_1]

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দীপক অধিকারী বা দেবও প্রচার চালাচ্ছেন। সেই মুহূর্তে দেবের নামে পোস্টার পড়ল ঘাটালে। তাতে বলা হয়েছে, দেব প্রতিশ্রুতি রাখেননি। একটি স্কুলকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি সেই কথা রাখেননি। বিজেপির তরফে এই পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে আরও দাবি করা হয়েছে, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জিতলে সেই টাকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘ওর নির্দেশেই সব…’ বিজেপি কর্মীর মৃত্যুর পর হিরণের নিশানায় দেব, অভিযোগ অস্বীকার করে কী বললেন কুণাল?

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পুরসভা এলাকার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের বিল্ডিংয়ের বেহাল অবস্থা। গত বছর ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন দেব। সেই সময় অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে অভিযোগ শুনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন স্কুল মেরামতের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু, কয়েক মাস কেটে যাওয়ার পরেও সেই টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ তোলা হয়। 

এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি বেশ কয়েকবার সরব হয়েছে। আর এবার লোকসভা ভোট এগিয়ে আসতেই এনিয়ে পোস্টার পড়ল। জানা যাচ্ছে, বিজেপি বিধায়ক শীতল কপাটের নির্দেশে এই পোস্টার দেওয়া হয়েছে। এই পোস্টারকে ঘিরে ঘাটালের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। 

শুধু স্কুলে টাকা না দেওয়ায় নয়, কাটমানির অভিযোগ তুলেও লাগানো হয়েছে পোস্টার। স্কুল কর্তৃপক্ষও টাকা না দেওয়ার কথা স্বীকার করেছেন। বিজেপির দাবি, দেব কথা রাখেননি। উল্লেখ্য, কয়েকদিন আগে প্রচারে গিয়ে এ নিয়ে প্রশ্নের মুখে পড়ে দেব জানিয়েছিলেন, বিষয়টি তাঁর মাথায় আছে। টাকা দেওয়া হবে বলে তিনি জানান। তবে লোকসভার আগে সেই বিষয়টিকে হাতিয়ার করে এবার মাঠে নামল বিজেপি। যদিও বিজেপির এই পোস্টারিংকে তৃণমূল পালটা কটাক্ষ করেছে। উল্লেখ্য, ঘাটালে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, দেবের নির্দেশেই তাদের কর্মীকে খুন করা হয়েছে।

এদিন টাকার প্রতিশ্রুতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক শীতল কপাট জানান, স্কুলের উন্নয়নের জন্য তিনি নিজে টাকা জোগাড় করেছিলেন। তবে তৃণমূলের হুমকির জেরে সেই টাকা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাঁর বক্তব্য, হিরণ চট্টোপাধ্যায় জিতলেই এই টাকা দেওয়া হবে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা চাইছেন স্কুলের উন্নয়ন হোক।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here